RG কর নিয়ে আন্দোলনে নামতে নাকি টাকা নিয়েছিলেন টলিপাড়ার বহু তারকা। সম্প্রতি এমনই মন্তব্য করে ফের বিত✨র্কে তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। আর পরিচালকের এমন মন্তব্যে তাঁকে পাল্টা তুলোধনা করেছেন স্বস্তিকা, দেবলীনারা। আর এবার অরিন্দম শীলের মন্তব্য 💫নিয়ে পাল্টা তোপ দাগলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
সোশ্য়াল ෴মিডিয়ায় লেখা খোলা চিঠিতে সরাসরি পরিচালককে আক্রমণ করেছেন সুদীপ্তা। জানতে চেয়েছেন ঠিক কারা টাকা নিয়ে আন্দোলনে গিয়েছিল🍌েন এমন শিল্পীদের নাম। ঠিক কী লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী?
সুদীপ্তা লেখেন, 'শ্রদ্ধেয় Arindam Sil🃏 দা, আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়ত সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই।
স༺ে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস🐈্বস্তি হচ্ছে।
এই অভিযোগ যেহেতু তুমি করেছো, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকা🅘শ্যে জানানোর ജদাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।'