২০২৪-এর শেষটা তাঁর মন্দ হয়নি। এখনও 'খাদান' জ্বরে কাবু বাংলার বক্স অফিস। আর নতুন বছরে পা রাখতেই অনুরাগীদের দারুণ একটা সুখবর শোনালেন দেব। ১ জানুয়ারি, বছরের শুরুতেই রক্ত চক্ষু নিয়ে ‘রঘ𒐪ু ডাকাত’-এর বেশে দেখা দিলেন সুপারস্টার। তাঁর সেই ভয়ঙ্কর লুক ভয় ধরাচ🤪্ছে বৈকি।
১ জানুয়ারি, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই চমকে উঠলেন নেটিজেনরা। তাঁর গোটা মুখ চাদরে ঢাকা। বেরিয়ে আছে শুধু দুই রক্তচক্ষু। কপালে তাঁর তিলক। এমন চেহারা রঘু ডাকাতের। আকষ্মিক এরূপ দেখলে বুকের ভিতর ধুকপুক করতে বাধ্য। আর এই চেহারাতেই অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জা🦂নালেন দেব। লিখলেন, 'শুভ নববর🐻্ষ! প্রতিশ্রুতি অনুযায়ী, খাদান-এর পর, আমি আমার পরবর্তী উদ্যোগ (ছবি) নিয়ে আসছি।
আরও পড়ুন-২০২৪-২০২৫ এ পা রাখার ম𝄹ুহূর্তেও ঝোড়ো ব্যাটিং চালালো পুষ্পা ২, সেখানে বেবি জন-এর হাল কি?
সুপারস্টার দেবের এই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ নতুন বছরের শুভেচ্ছা জ🎉ানিয়েছ🦄েন, কেউ আবার তাঁকে নতুন ছবির জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, বক্স অফিসে 'পুষ্পা-২' ঝড়ও কাবু করতে পারেনি দেবের 'খাদান'কে। আল্লু অর্জনের দুরন্ত বোলিং-এর সামনেও দ🐟ারুণ ব্যাট করেছেন বাংলার সুপারস্টার দেব। এদিকে খাদান-এর সাফল্যের মাঝেই টলিপাড়ায় নতুন চরꦑ্চা শুরু হয়। শোনা যাচ্ছিল, খাদান হিট হতেই দেবের কাছে SVF-এর ফোন গিয়েছে। এসেছে রঘু ডাকাত নিয়ে নতুন উদ্যোমে কাজ শুরুর প্রস্তাব। দেবও অবশ্য সেকথা অস্বীকার করেননি। বরং মুচকি হেসে বলেছিলেন, বলেন, এবার তাঁর পারিশ্রমিকটা অন্তত বাড়বে। তবে বছর শেষ হওয়ার আগে শোনা যাচ্ছিল নতুন গুঞ্জন। শোনা যায়, রঘু ডাকাত নতুন বছরে তৈরি হলেও নাকি বদলে যাচ্ছে প্রযোজক। ‘রঘু ডাকাত’-নাকি SVF নয় প্রযোজনা করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ও সুরিন্দর ফিল্মস। খাদানের পর আবারও নিসপাল রানের সঙ্গেই নাকি হাত মেলাচ্ছেন দেব।
তবে নাহ, সুরিন্দর নয়, ২০২৫-এ 'রঘু ডাকাত'কে আনতে এবার SVF-এর সঙ্গেই হাত মেলালো দেবের প্রযোজনা সংস্থা। ২০২৫-এর পুজোয় মুক্তি পাবে𝔍 রঘু ডাকাত। ওদিকে আবার উইন্ডোজ প্রোডাকশ꧂নের হাত ধরে আসছে পুজোর ছবি রক্তবীজ ২। বলাই বাহুল্য এবারও পুজোয় বাংলার বক্স অফিসে বেশ ভালোই টক্কর হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে SVF রঘু ডাকাতের কথা ঘোষণা করেছিল। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যা🤡য়, নাম ভূমিকায় দেব। তখনই খালি গায়ে ধুতি পরে খড়গ ও মশাল হাতে আর মাথায় ফেট্টি বেঁধে দেখা মিলেছিল দেবের । সেই লুক দেখে সকলেই তখন চমকে গিয়েছিলেন। তবে বারবার আটকে গিয়েছে সেই ছবির কাজ। কখনও শোনা গিয়েছিল দেবের নাকি চিত্রনাট্য পছন্দ হয়নি, কখনও আবার কেউ কেউ বলেছিলেন বাংলা ছবির মন্দার বাজারে এমন বিগ বাজেট ছবি তৈরিতে রিস্ক নিতে চাইছে না প্রযোজনা সংস্থা। তবে এবার রঘু ডাকাত আসছে। প্রতিশ্রুতি মতোই বছরের প্রথম দিনেই সেই ‘রঘু ডাকাত’ লুকে ধরা দিলেন দেব।