‘ব্যাড নিউজ’-এর প্রচারে সোনি টিভির সুপারস্টার সিঙ্গার-এর মঞ্চে হাজির ভিকি কৌশল। প্রিয় অভ⛄িনেতাকে কাছে পেয়ে শুধু খুদেরাই নয়, উচ্ছ্বসিত মেন্টররাও। মেন্টর সায়ালি কাম্বলে তো ভিকির অন্ধ ভক্ত, মনের মানুষকে সামনে পেয়ে প্রেমের বর্হিঃপ্রকাশ করতেও পিছপা হননি।
তবে চলতি সপ্তাহে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে আর্বিভাবের গায়েব থাকার পাশাপাশি অন্যতম চর্চার কারণ ভিকি-শুভর যুগলবন্দি। শিলিগুড়ির ছেলের গান শুনলে অনেকেই মিল খুঁজে পান অরিজিতের সঙ্গেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ, এই শো-তে অরিজিতের গান গেয়েই লাইমলাইটে উঠে এসেছেন শুভ। ১৪ বছরের এই কিশোরের কন্ঠ এখনই 🐼প্লে-ব্যাক সিঙ্গিং-এর জন্য তৈরি, সে কথা বহুবার বলতে শোনা গিয়েছে সুপার জাজ নেহা কক্করকে।
এবার সুপারস্টার সিঙ্গারের মঞ্চেই লাইꦜভ গাইলেন শুভ, আর তাঁর গলার সঙ্গে ঠোঁট মেলালেন এই প্রজন্মের হার্টথ্রব নায়ক ভিকি কৌশল। ভিকি-সারা অভিনীত ছবির হিট গান ‘তু হ্যায় তো মুছে ফির অউর ক্যায়া চাহিয়ে’ গাইলেন শুভ। সেই গানেই ঠোঁট নাড়লেন ভিকি, শুনে বোঝা দায় কোনও কিশোরের গলা এটি! গানের ফাঁকে নেহার সঙ্গে রোম্যান্সেও মজলেন ক্যাটরিনার বর। সবচেয়ে মজার ব্যাপার হল, ভিকি নিজে যেচে আবদার করেন। বলেন, ‘আমি মঞ্চে গিয়ে লিপ সিঙ্ক করছি, তুমি গানটা গাও…’।
সোশ্যাল মিডিয়া পোস্টে শুভর জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। একজন লেখেন, ‘অরিজিন্যালের থেকেও সুন্দর’। অপর এক নেটিজেন লেখেন, ‘আক্ষরিক অর্থেই তুমি অরিজিতের উত্তরসূরী। খুﷺব ভালো, এইভাবেই এগিয়ে যাও’।