গতবছরের ঘটনা, জনপ্রিয় টিভি শো তারক মেহতা কা উল্টা চশমা (টিএমকেওসি)-র প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ধারাবাহিকের এক অভিনেত্রী। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ধারাবাহিকে মিসেস রোশন সোধির চরিত্রে অভিনয় করেছিলেন অভিযোগকারিণী অভিনেত্রী। তবে শুধু অসিত মোদীই নয়, অভিযোগ দায়ের হয়⭕েছিল ওই টেলি শোয়ের অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধেও। এবার সেই মামলার রায় বের হয়েছে।
জানা যাচ্ছে, এই মামলায় অভিযোগকারিণী অভিনেত্রীর জয় হয়েছে। মামলায় দোষী প্রমাণিত হয়েছেন 'তারক মেহতা কা উ🐈ল্টা চশমা'র প্রযোজক অসিত মোদী। আদালত তাঁকে ক্ষতিপূরণ ও বকেয়া বাবদ মোꦦট ২৫ লক্ষ টাকা অভিযোগকারিণীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবিষয়ে অভিযোগকারিণী ইটাইমসকে বলেন, ‘আমি যে অভিযোগ করেছি তা সত্যতা প্রমাণ হয়েছে, আদালতের রায় আমার পক্ষে।’
অভিনেত্রী আরও জানিয়েছেন, অসিত মোদীকে তাঁর প্রাপ্য অর্থ এবং অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, হেনস্থার জন্য অসিতের উপর অতিরিক্ত ৫ লক্ষ টাকা চাপানো হয়েছে। অর্থাৎ মোট ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। তবে এখনও তাঁর কাছ থেকে আমি কোনও পারিশ্রমিক পাইনি। অভিনেত্রী জা✅নান, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি রায় বের হয়েছিল। তবে তা গণমাধ্যমকে না জানানোর কথা বলা হয়েছিল।
আরও পড়ুন-ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়েকে🦄 গোপনে বিয়ে করেছেন! এবার সিঁথিতে সিঁদুর দিয়ে সামনে এল𓃲েন তাপসী পান্নু?