শুরু হয়ে গিয়েছে কলকাতা বইমেলা। দেশে থেকেও এই আন্তর্জাতিক বইমেলায় আসতে পারছেন না তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শহরে ঢুকতে দেন না বলেও অভিযোগ 🌼করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বইমেলায় আসতে না পারার ক্ষোভ, পুরোনো স্মৃতি হাতড়ে কী লিখলেন লজ্জা লেখিকা?
আরও পড়ুন: স্কাই ফোর্সের ঝড়ো ব্যাটিং অব্যা🌺হত! ৭ দিনে কত আয় করল অক্ষয়ের ছবি? কী হ𝔉াল কঙ্গনার ইমারজেন্সির?
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন ক✱ুণাল
কী লিখলেন তসলিমা নাসরিন?
এদিন তসলিমা নাসরিন তাঁর ফেসবুকের পাতায় একটি পোস্টে কলকাতার আন্তর্জাতিক বইমেলা নিয়ে একটি স্মৃতিচারণা করেন। সেখানেই তিনি লেখেন, 'কলকাতায় আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, যে বইমেলায় আমি একসময় ভালোবেসে যেতাম। বাংলাদেশ থেকে কলকাতায় যেতাম বইমেলায় যাওয়ার জন্𝓡য। ইউরোপ আমেরিকা থেকে ছুটে আসতাম ভারতে, শুধু কলকাতা বইমেলার জন্য। আর এখন, আমি ভারতে থেকে ওয়ার্ল্ড বুক ফেয়ারে যাচ্ছি, কেরালা বইমেলা, পুণে বইমেলা, চেন্নাই বইমেলা, রায়পুর বইমেলা, ভুপাল বইমেলা, ভুবনেশ্বর বই মেলা, ইত্যাদি নানা রাজ্যের বইমেলায় যাচ্ছি। কিন্তু যেতে পারছি না শুধু কলকাতা বইমেলায়। এক সময় কলকাতা বইমেলায় ঢুকলে এত মানুষ আমার অটোগ্রাফ নিতে আসতো যে পুলিশকে লাঠিচার্জ করতে হতো, আমার বই কিনতে আসার জন্য ভিড় এত বেশি হতো যে স্টলের কোলাবসিবল গেট বন্ধ করে দিতে হতো। এসব নাকি কলকাতার কিছু বড় লেখকের পছন্দ হয়নি।'
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে 🐼দেন বইমেলায় অংশ নিতে না পারার জন্য। লেখেন, 'আমাকে যে কলকাতায় ঢুকতে দেবেন না ꦕমাননীয়া মুখ্যমন্ত্রী, এ নিয়ে কলকাতার কোনও লেখক কবির কিছু কি যায় আসে? না। বাংলাদেশের একুশে বইমেলায় যে ঢুকতে পারব না, ঢুকতে পারছি না বত্রিশ বছর। এতে সেখানকার লেখক কবির কিছু কি যায় আসে? না, যায় আসে না। বাংলাদেশ তো কতকাল আগেই নষ্ট হয়ে গিয়েছে। ও দেশের লেখক কবিরাও অনেককাল নষ্ট। ওদের কথা ধরছি না। এত নষ্টদের মধ্যে এই যে আমি শুদ্ধ মন নিয়ে বেঁচে আছি, এত হিংসুক আর লোভীদের মধ্যে আমি যে আজও উদার এবং নির্লোভ জীবন যাপন করছি, আমাকে আমারই তো ভালবাসা উচিত! কিন্তু ওটিই আর করছি কই?'
কে কী বলছেন?
এক ব্যক্তি তসলিমার এই পোস্টে লেখেন, 'করতে হবে। নিজেকে উজাড় করে ভালোবাসতে হবে। এই যেমন তোমার নির্বাচিত কলম পড়লাম। কত কিছু উন্মুক্ত করলে সবার সামনে এমন করে কজন মহাকাব্য পড়ে তার বিচার বিশ্লেষন করেছে বলতে পারো? যদিও সবার লেখা আমি পড়িনি।' আরেকজন লেখেন, 'আপনি পাঠকের সাথে সৃষ্টির সাথে আছেন এটি আমাদের বড় পাওয়া! ওসব হিসেব না রাখলেই ভালো! আপনি তো 𓆉সহস্র হাজার লেখকের চেয়ে পৃথক এবং পথিকৃৎ, আ🥃পনি যুগান্তকারী, এটাই যথেষ্ট !'