বলিউড অভিনেতা ধর্মেন্দ্র প্রায় পাঁচ দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রির অংশ। অভিনেতা তাঁর ফিল্মি ক্যারিয়ারে শোলে, চুপকে চুপকে, নয়া জমানা, হকিকতের মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। কিন্তু আপনি কি জানেন ꦦপুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্মেন্দ্রই একমা✤ত্র অভিনেতা, যিনি একই নামের ৪টি আলাদা আলাদা ছবিতে অভিনয় করেছেন। এই ছবিগুলি দু'বার একই নামে তৈরি হয়েছিল এবং দু'বারই ধর্মেন্দ্র এই ছবির অংশ ছিলেন। এর মধ্যে কিছু হিট এবং কিছু ফ্লপ।
বেগানা ১৯৬৩ এবং বেগানা ১৯৮৬
১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বেগানায় ধর্মেন্দ্রর সঙ্গে অভিনেত্রী সুপ্রিয়া দেবী, তরুণ বোস, মনোরমা এবং শৈলেশ কুমার অভিনয় করেছিলেন। ত্রিকোণ প্রেমের উপর নির্মিত এই ছবিটি হিট ছিল। দ্বিতীয় ছবি বেগানা ১৯৮৬ সালে মুক্তি পাꦗয়। ছবিতে কুমার গৌরব এবং রতি অগ্নিহোত্রী মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এই ছবিটি হয় বক্স অফিসে ফ্লপ।

বাজি ১৯৬৮ এবং বাজি ১৯৮৪
প্রথম 🦂ছবি বাজি ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে ওয়াহিদা রেহমান, জনি ওয়াকার এবং হেলেনের মতো অভিনেতারা ছিলেন। এই ছবিটি বক্স অফিসে হিট ছিল।
দ্বিতীয় ছবি বাজি ১৯৮৪ সালে মুক𝔉্তি পায়। এই ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে রেখা এবং মিঠুনের মতো অভিনেতারাও ছিলেন। কিন্তু এই ছবিটি বক্স অফিসে কোনও জাদু দেখাতে পারেননি এবং ফ্লপ হয়ে যায়।

লোহা ১৯৮৭ এবং লোহা ১৯৯৭
লোহা নামের দুটি ছবিতে ধ🔯র্মেন্দ্র অভিনয় করেছিলেন। প্রথম ছবিটি ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, মাধুরীর মতো অভিনেতারা ছিলেন। এই🎉 ছবিটি হিট ছিল।
এরপর ১৯৯৭ সালে লোহা মুক্তি পায়। এই ছবিতে ধর্মেন্দ্রর সঙ্🅰গে মিঠুনের মতো অভিনেতারা থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেনি।

পাত্থর অর পায়েল ১৯৭৪ এবং পাত্থর অর পায়েল ২০০০
পাত্থর অর পায়েল নামের দুটি ছবিতে ধর্মেন্দ্র অভিনয় করেছেন। প্রথম ছবিটি ১৯৭৪ সালে তৈরি হয়েছিল যাতে হেমা মালি𝓀নি এবং বিনোদ খান্না গুরুত্বপূর্ণ ভূܫমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি বক্স অফিসে হিট ছিল।

দ্বিতীয় ছবি পাত্থর অর পায়েꦑল ২০০০ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে খুব খারাপভাবে ফ্লপ হয়। IMDB-তে এটিকে ডিজাস্টার বলা হয়েছে।
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন:
মাত্র ১৯ বছর বয়সে ১ꦡ৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তবে এরপর বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনি মন দিয়ে ফেলেন ধর্মেন্দ্রকে। উলটো দিকেও জ্বলে প্রেমের আগুন। এদিকে ধর্মেন্দ্র বিবাহিত। প্রকাশ কৌরের স্বামী। রয়েছে সন্তানও। প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। ১৯৮০ সালের মে মাসে হেমাকে বিয়ে করেছিলেন অভিনেতা। কখনোই প্রথম পরিবারকে ত্যাগ করেননি ধর্মেন্দ্র। এমনকী. থাকেনও তিনি প্রকাশের সঙ্গে। তবে হেমার সঙ্গে ভালোবাসাও একইরকম তাঁর।