অপরাজিতা অভিনেতা অর্ণব চৌধুরীকে তাঁর স্কুল জীবনের প্রেম নিয়ে প্রশ্ন করেন। অর্ণব তখন বলেন, ‘কজনের নাম নিই বলোতো! অনেক…’ (ঘাড় নাড়তে নাড়তে) এমন কথায় সজোরে হেসে ফেলেন অপরাজিতা। কিন্তু রুম্পা! তাঁর কী বক্তব্য?
অপরাজিতা-অর্ণব-রুম্পা
সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন টেলিপাড়ার জুটি অর্ণব চৌধুরী এবং রুম্পা দাস। কিছুদিন আগেই উত্তরবঙ্গ থেকে মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন অর্ণব-রুম্পা। প্রথম বিয়ের পর ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো উপলক্ষ্যে অর্ণব--রুম্পার বাড়িতে হাজির হয়েছিল ‘ঘরে ঘরে জি বাংলা’।
আর 'ঘরে ঘরে জি বাংলা'র শোতে সঞ্চালিকা অপরাজিতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একী ফাঁস করলেন অর্ণব-রুম্পা। অপরাজিতা প্রথমে রুম্পাকে প্রশ্ন করেন, ‘সরস্বতী পুজোয় কোনওদিন প্রেমটেম হয়েছিল?’ উত্তরে রুম্পা বলেন, ‘প্রেমটেম করিনি আমি, তবে প্রচুর প্রোমোজাল দিত। মানুষজন গায়ে ঢিল মারত, আর সেই ঢিলের মধ্যে কাগজ থাকত। সেটা খুলে দেখতাম, অনেক রকম লেখা। আর আমি ভালো মলাট করতে পারতাম বই-খাতার, তো আমাকে সবাই মলাট করতে দিত। মলাট করতে গিয়ে একদিন পাতা খুলে দেখি একটা খাম, আর সেই খামে এত্তবড় একটা চিঠি।’ ঠিক তখনই অপরাজিতা মজা করে বলেন, ‘অর্ণব করেছে…’।
এরপর অপরাজিতা অভিনেতা অর্ণব চৌধুরীকে তাঁর স্কুল জীবনের প্রেম নিয়ে প্রশ্ন করেন। অর্ণব তখন বলেন, ‘কজনের নাম নিই বলোতো! অনেক…’ (ঘাড় নাড়তে নাড়তে) এমন কথায় সজোরে হেসে ফেলেন অপরাজিতা। কিন্তু রুম্পা! তাঁর কী বক্তব্য?
এভাবেই ফাঁস হয়েছে অর্ণব-রুম্পার স্কুল জীবনের কীর্তি। 'ঘরে ঘরে জি বাংলা'র শোতে বাড়ির ছাদে বসে আড্ডা দেন অর্ণব-রুম্পা। কথায় কথায় রুম্পা জানান তাঁদের বিয়ের নেপথ্যে একজনের হাত আছে, আর তিনি কেউ নন খোদ শিব ঠাকুর। এই বিষয়ে তিনি বলেন, 'সম্পর্কটা কিন্তু ভোলেনাথের জন্যই হয়েছে।' তখন অর্ণব জানান, 'রুম্পা যদি জীবনে না আসত তাহলে আমি বিয়েই করতাম না।' এদিন তাঁদের দুজনকে রংমিলান্তি গোলাপি রঙের পোশাকে দেখা যায়। এমনকি বেলুন দিয়ে বানানো লাভ চিহ্নের মাঝে অর্ণবের বাহুডোরে বন্দি হয়ে নাচও করেন রুম্পা।
প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর ধরে প্রেম করছিলেন অভিনেতা অর্ণব চৌধুরী এবং রুম্পা দাস। সম্প্রতি পরিণতি পেয়েছে অর্ণব-রুম্পার সেই প্রেম। অর্ণব বা রুম্পা, কেউই কোনওদিন প্রেম নিয়ে লুখোছাপা করেননি।