গা ভর্তি গয়না, লাল শাড়িতে টুকটুকে কনে নন্দিনী দিদি! ইনস্টাগ্রাম-ফেসবুক খুললেই কানে ব্লু টুথ হেডফোন গুঁজে, জিনস-টপে খাবার রাঁধতে বা পরিবেশন করতে দেখা যায় যে কন্যেকে, তিনি নিমেষেই পালটে নিয়েছেন ভোল। আরও পড়ুন-গা ভরা গয়না, মেরুন শাড়ি, খোঁপায় গোলাপ, মাথায় টোপর, বিয়ে করলেন ডালহৌসির পাইস হোটেলের নন্দিনী?
চড়া মেকআপ, খোঁপায় গোঁজা লাল গোলাপ, কপালে চন্দন-চর্চিত! মাথায় কনের মুকুট পরতেই নন্দিনীর রূপের বাহার থেকে চোখ ফেরানো দায়। অথচ নিন্দকরা ট্রোল করতে ছাড়েননি নন্দিনীকে। পাইস হোটেলের দিদির সুন্দর সাজ নিয়েও হরদম চলেছে কাটাছেঁড়া, হাসাহাসি, কটাক্ষ-বিদ্রুপ।
বাস্তব জীবনেও বিবাহিত নন্দিনী, কিন্তু তাঁর বিয়ের সাজ দেখার সৌভাগ্য হয়নি কারুর। তবে ব্রাইডাল লুকে কতটা সুন্দরী তিনি তাঁর প্রমাণ মিলেছে। নন্দিনীকে সাজিয়েছেন টলিউডের চেনা মুখ মেকআপ আর্টিস্ট অমিত কর্মকার। মেকআপের ভিডিয়ো সামনে আনতেই অনেকে লিখেছেন, ‘নন্দিনীকে পুরো হিজড়ার মতো লাগছে’। কেউ লেখেন, ‘মনে হচ্ছে একটা ছেলেকে মেয়ে সাজানো হয়েছে।’ এতেই চটে যান অমিত, লেখেন- ‘আপনাদের বোধহয় মাথা খারাপ আছে’।
ব্রাইডাল লুক নিয়ে মুখ খুলেছেন নন্দিনীও। ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশংসার জবাবে তিনি বলেন, ‘আমি নিজেকে দেখে নিজেও চিনতে পারিনি কনের সাজে। তোমরা আছো তো আমার নজর কাটানোর জন্য, যাকে এত মানুষ ভালোবাসে তার নজর লাগতে পারে?’ মেকআপ শিল্পীর প্রশংসা করে বলেন, ‘অমিত খুব ভালো মেকআপ আর্টিস্ট। আমি এতটা আশা করিনি।’
প্রশংসার পাশাপাশি ট্রোলারদেরও এদিন ধুয়ে দিলেন নন্দিনী দিদি। লাইভ চলাকালীন একজন তাঁকে মধ্য়মা দেখানোয় বিস্ফোরক স্মার্ট দিদি। বললেন, ‘আমার কাছেও মিডল ফিঙ্গার আছে। কিন্তু দেখাই না। ভালো আপনি দেখালেন, জেনে খুশি হলাম আপনার কাছে মধ্যমা আছে। ভালো থাকবেন’। খাবারের অতিরিক্ত দাম নিয়ে অনেক সময়ই প্রশ্নের মুখে পড়েন এই ভাইরাল দিদি। সেই নিয়ে এদিন অশ্লীল আক্রমণের মুখে পড়লে শান্তভাবেই জবাব দিলেন নন্দিনী।
তাঁকে বলতে শোনা গেল, ‘ওয়াও তোমার বাবা-মা’র কী শিক্ষা! আমার ভালো লাগে এটা ভেবে যে তুমি আমাকে ফলো করে গালাগালি করো। এটার জন্য কতটা এফর্ট লাগে, আমাদের মতো অনেকের ভিডিয়ো দেখে তোমারা ডেটা নষ্ট করো আরা গালাগালি করো। সবচেয়ে বড় কথা নিজেদের ছবি রাখার তো ক্ষমতা নেই, হয় বাবার কিংবা মায়ের এমনকী নিজের সন্তানের ছবি রাখো। তারপর এসে গালাগালি কর, এটা থেকে বোঝা যায় তোমারা কতটা শিক্ষিত।'
তাঁর ভিডিয়ো ভালো না লাগলে স্কিপ করার কিংবা আনফলো করার মতো সুবিধা সবার হাতে রয়েছে, স্পষ্ট বলে দেন নন্দিনী।