ফ্যাশনের জগতে কেরিয়ার গড়ার আগেই ভালোবাসার মানুষকে খুঁজে 🌠পান সীমা সাজদেহ। ১৯৯৮ সালেই ভিনধর্মে বিয়েও সেরে ফেলেন দিল্লির নামী ব্যবসায়ী পরিবারের এই কন্যে। পাত্র সুপারস্টার সলমন খানের ছোট ভাই সোহেল খান। কিন্তু ভালোবাসার সেই বিয়ে টেকেনি। ꦫদীর্ঘদিন আলাদা থাকার পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয় তাঁদের।
ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসের নতুন মরসুমেরও অংশ সোহেলের প্রাক্তন। এই শো-তে💜ই প্রথমবার সোহেলের সঙ্গে তাঁর দূরত্বের কথা জানিয়েছিলেন সীমা। চলতি সিজনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড়সড় খোলসা করেছে সলমনের প্রাক্তন ভাইবউ। জানিয়েছেন, ফের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সোহেলের সঙ্গে ২৪ বছরের বিয়ে ভাঙা সহজ ছিল না সামীর কাছে, বিশেষত তাঁদের জীবনজুড়ে💛 রয়েছে দুই সন্তান নির্বাণ ও ইয়োহান। বড় ছেলে এখন বুঝদার, তবে সীমা-সোহেলের বিচ্ছেদের সময় ছোটছেলের বয়স ছিল সবে ১১ বছর!
কৈশোরের প্রথম ধাপে বাবা-মা'র ব♔িচ্ছেদ গভীর ক্ষত তৈরি করেছে ইয়োহানের মনে। মেনে নেন সীামা। তাঁর বড় ছেলে নির্বাণ সীমা ও সোহেলের ডিভোর্স নিয়ে বলেন, 'তোমার ডিভোর্স প্রকাশ্যে এসেছিল এবং এটা এমন এক সময়ে ঘটেছিল যখন ইয়োহান ওই সময় সম্ভবত 'ডিভোর্স' শব্দটিও জানত না। আমি তাকে দেখেছি, তিনি ডিভোর্সের সংজ্ঞা এবং এটি কী তা অনুসন্ধান করতে গুগল সার্চ করত। এটা তাকে আঘাত করেছে; সবই তার কাছে নতুন'।
ডিভোর্সের পর ঠিকানা বদলেছে সীমার। এখন বান্দ্রা নয়, ওয়ারলিতে থাকেন সীমা। মায়ের এই সিদ্ধান্ত কীভাবে প্রভাবিত করেছিল ইয়োহানকে, সেই নিয়েও কথা বলেন নির্বাণ। সোহেল-সীমার বড় ছেলের কথায়, ‘ইয়োহানের সব বন্ধুরা বান্দ্রায় রয়েছে। তাঁর জীবন কেটেছে বান্দ্রায়। ওই বাড়িতেই তার জন্ম। আমরা ওই বাড়িতেই বড় হয়েছি। সবাই চায় বন্ধুদের চারপাশে, পরিবারকে চারপাশে থাকতে। এখন তুমি ওরলিতে চলে এসেছো, আমাদের পক্ষে এখানে মাইগ্রেট করা কঠিন হয়ে পড়েছে। তুমি নিশ্চয়ই দেখেছো এখন সচরাচর তোমার সঙ্গে আমাদের দেখা হয💝় না। আমার মনে হয় তোমার বান্দ্রায় ফিরে যাওয়া উচিত। তখন তুমি আমাদের কাছে বেশি সহজলভ্য ছিলে’। বাবা-মা'র ডিভোর্সের পর বেশিরভাগ সময়টা বাবার সঙ্গে বান্দ্রাতেই থাকে দুই ছেলে।
সীমা এবং সোহেল খানের বিবাহবিচ্ছেদ
সীমা মেনে নিয়েছেন বিবাহবিচ্ছেদ তার পক্ষে কতটা কঠিন ছিল এবং এর পরে কীভাবে তার 'এগিয়ে যেতে' সমস্যা হয়েছিল। আপতত ব্যবসায়ী বিক্রম আহুজার সাথে সম্পর্কে রয়েছেন সীমা। আশ্চর্যের ব্যাপার হল সোহেল তাঁর জীবনে আসার আগে বিক্রমের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল সীমার। দুজনের বাগদানও হয়েছিল, তবে তা ভেঙে যায়। পুরোনো প্রেম ফ♌িরে এসেছে সীমার জীবনে।
ফ্যাবুলাস লাইভস ভার্সেস বল⛎িউড ওয়াইভস নেটফ্লিক্সে স্ট্রিম𝓀িং হচ্ছে।