১৮ মার্চ মঙ্গলবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল🎀্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫। বাইপাসের ধারে একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ 👍দাশগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলার জয়া আহসান। বহু উজ্জ্বল তারকাই সেখানে উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মতো এবারও এই পুরষ্কার অনুষ্ঠানে সেই সমস্ত বাংলা ছবি, যেগুলি কিনা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে, তার শিল্পী, চলচ🥀্চিত্র নির্মাতা, গল্পকার এবং কলাকুশলীদের সম্মান জানানো হয়। চলুন দেখে নেওয়া যাক, এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এꦯ বিজয়ীদের তালিকা। এবার সবথেকে বেশি পুরস্কার এসেছে বহুরূপীর ঝুলিতে। তাঁদের পুরস্কারের সংখ্যা মোট ৭টা।
সেরা ছবি-বহুরূপী
সেরা পরিচালক-নন্দিতা রায় ও শিবোপ্রসাদ ম🍃ুখোপাধ্যায় (বহুরূপী)
সেরা ছবি (সমালোচকদের বিচারে') -চাল𒁃চিত্র এখন (অঞ্জন দত্ত), মানিকবাবুর মেঘ (অভিনন্দন বন্দ্যোপাধ্যায়)
সেরা অভিনেতা- শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে)- অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন 📖সেন (ꦯমানিকবাবুর মেঘ)
সেরা অভিনেত্রী -শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বাবলি)
সেরা অভিনেত্রী- (সমালোচকদের বিচারে') মমতা শঙ্কর (বিজয়ার পরে)
সেরা সহ অভিনেতা- শাওন চক্রবর্তী (চালচিত্র ꧃এখন),শিলাজিৎ মজুমদার (আযোগ্য)
সেরা সহ অভিনেত্রী-মন🌄ামী ঘোষ (পদাত💖িক), তনিকা বসু (চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল)
সেরা সঙ্গীত অ্যালবাম-অনুপম রায🍸়, বনি চ♎ক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, নানীচোরা দাস বাউল (বহুরূপী)
সেরা গান-অꦆভিনন্দন বন্দ্যোপাধ্যায় (তোমার আমার গল্প হত যদি- মান🐟িকবাবুর মেঘ)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)- নন🍌ী চোরা দাস বাউল ও বনি চক্রবর্তী (শিমুল পলাশ-বহুরূপী)
সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)-শ্রেষ্ঠা দাস (ডাকাতিয়া বাঁশি- বহুরূপী)
আরও পড়ুন-প্রেমিকার কথা জানাজানি হওয়ার পর প্রথমবার গৌর💯ীকে নিয়𝓡ে প্রকাশ্যে আমির, কোথায় গিয়েছিলেন?
টেকনিক্যাল ক্ষেত্রে পুরস্কার…………………….
সেরা অরিজিনাল গল্প: অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মানিকবাবুর মেঘ)
সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)
সেরা সংলাপ-কৌশিক গঙ্গোপাধ্যায় (অযোগ্য)
সেরা সিনেমাটোগ্রাফি-অনুপ সিং (মানিকবাবুর মেঘ)
সেরা প্রোডাকশন ডিজাইন-তন্ময় চক্রবর্তী (পদাতিক)
সেরা সম্পাদনা- সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- নীল দত্ত (চলচিত্র এখন)
সেরা সাউন্ড ডিজাইন- অভিজিৎ রায় (মানিকবাবুর মেঘ)
সেরা পোশাক-জয়ন্তী সেন (বহুরূপী)
সেরা মেকআপ-সোমনাথ কুন্ডু (পদাতিক)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- বিশ্বজিৎ চট্টোপাধ্যায়