বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral video: পিছন থেকে ছুটে আসছে বাস! ভিকির স্টাইলে রাস্তায় ‘তবা তবা’ নাচতে গিয়ে পপাত ধরণীতলে তরুণী, তারপর?
পরবর্তী খবর
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কত লোকে কত কীই না করেন! এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ ছবির 'তবা তবা' নাচ। আর সেটাই নকল করে নাচতে গিয়েছিলেন এক তরুণী। তাই বলে সেটা ব্যস্ত রাস্তায়! বুঝন কাণ্ড…
ঠিক কী ঘটেছে?
মেইন রোড, সেখান দিয়ে বাস-লরি সবই চলছে। সেই রাস্তার একদম পাশেই দাঁড়িয়ে লাল শাড়ি পরে, আর মাথায় খোঁপা বেঁধে 'তবা তবা' গানের সঙ্গে তুমুল নাচতে শুরু করেন এক তরুণী। আর তাতেই পা পিছলে পপাত ধরণীতলে ওই তরুণী। এদিকে ঠিক তখনই পিছন দিক দিয়ে আসছিল একটা বড় বাস। আরেকটু হলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। তবে নাহ, বাস সেখানে পৌঁছানোর আগেই রাস্তা থেকে উঠে পড়েছিলেন সেই তরুণী। তাই বড় কোনও অঘটন ঘটেনি। 'মোনা ডান্স' নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়োটি।