1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 01:48 PM ISTSuman Roy
Durga Puja Carnival: দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বড় প্রাপ্তি রাজ্যের। প্রশংসা এল ইউনেস্কোর কাছ থেকে।
শুক্রবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল।
রেড রোড শুক্রবার সাক্ষী থাকল দুর্গাপুজোর কার্নিভালের। বাঙালির সবচেয়ে বড় উৎসবের সমাপ্তি হল এর মাধ্যমেই। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই কার্নিভাল। আর সেটিও এবার ইউনেস্কোর প্রশংসার মুখে।
গত বছর দুর্গাপুজো ঘিরে তৈরি হয়েছিল বিরাট উত্তেজনা। কারণ গত বছরের দুর্গাপুজোর ঠিক আগেই ইউনেস্কোর তরফে এই পুজোকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল। তার পরেই ঠিক হয়, বড় করে করা হবে দুর্গাপুজোর আয়োজন। ছিল অনেক বিশেষ বন্দোবস্ত। এবারও সেই আয়োজনে কোনও খামতি ছিল না। কিন্তু সেই আয়োজন পেল অন্য এক মাত্রা। কারণ ইউনেস্কোর তরফে প্রশংসা করা হল এবারের কার্নিভালের।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মোট ৯৬টি পুজো নিয়ে হল এবারের কার্নিভাল। ট্যাবলোর শোভাযাত্রা ছিল দেখার মতো। নানা ধরনের হস্তশিল্পের প্রদর্শনের সঙ্গে ছিল নাচ-গান-উলুধ্বনি-শঙ্খধ্বনির আয়োজন। তার সঙ্গে কুচকাওয়াজ। এই কার্নিভাল দেখতে যেমন উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, তেমনই ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অভ্যাগতরাও।
মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা শহরজুড়ে পুজো দেখছেন। এবার কার্নিভাল দেখতেও হাজির হলেন তাঁরা। আর সেটি দেখে তাঁরা খুবই আনন্দিত বলেও শোনা গিয়েছে। বোধন থেকে বিসর্জন— দুর্গাপুজোর নানা পর্বের সাক্ষী থেকে এই উৎসব সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন তাঁরা। প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার কথাই যাচ্ছে এই রিপোর্টে। রিপোর্ট যাবে ইউনেস্কোর প্রধান দফতর জেনিভায়।
কী থাকছে এই রিপোর্টে? কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দুর্গাপুজো ঘুরে দেখেছেন ইউনেস্কোর প্রতিনিধিরা। আর তা দেখে তাঁদের প্রাথমিক অভিজ্ঞতার কথাই থাকছে রিপোর্টে। কিন্তু এর পাশাপাশি জায়গা করে নিয়েছে কার্নিভালের কথাও। এই কার্নিভাল নাকি ইউনেস্কো প্রতিনিধিদের মুগ্ধ করেছে। নিজেদের রিপোর্টে সেটিই লিখেছেন তাঁরা। আগামী দিনে দুর্গাপুজোর ক্ষেত্রে এই কার্নিভাল যে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় একটি পরিচিতি হয়ে উঠতে চলেছে, তা প্রমাণিত এই ঘটনা থেকেই।