বাংলা নিউজ > টুকিটাকি > নিউ ইয়র্কে রেস্তরাঁয় রবীন্দ্রজয়ন্তী উদযাপন! টেবিলে পরিবেশিত হল বাংলার সন্দেশ, রবি ঠাকুরের কবিতা, দেখুন ভিডিয়ো
পরবর্তী খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের ঝাঁ চকচকে রেস্তরাঁ এবার পালন করল রবীন্দ্রজয়ন্তী। ইংরেজি মতে রবীন্দ্রনাথের জন্মতারিখ ৭ মে। বাংলা মতে ২৫ বৈশাখ। গত ৭ মে ইংরেজি মতেই ওই রেস্তরাঁতে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন সেলেব্রিটি শেফ বিকাশ খান্না। বিশ্বকবিকে এই দিন শ্রদ্ধা জানাতে রেস্তরাঁতে অভিনব আয়োজন করেন তিনি। তাঁর একটি ভিডিয়ো এই দিন তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে।
‘চিত্ত যেথা ভয় শূন্য’
তাঁর বাংলো রেস্তরাঁতে এই দিন প্রতিটি টেবিলে ছিল রবীন্দ্রনাথের বিখ্যাত ‘চিত্ত যেথা ভয় শূন্য’ কবিতা লেখা কার্ড। রেস্তরাঁতে ব্যবহার করা হয়েছিল বিশেষ সুগন্ধি। গোলাপের ওই বিশেষ সুগন্ধি শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেবে যে কাউকে, এমনটাই বলেন বিকাশ। পাশাপাশি এই দিন বাংলো রেস্তরাঁর মেঝেতে একটি বিশেষ রঙ্গোলি আঁকা হয়। ফুল দিয়ে সাজানো হয়েছিল রঙ্গোলি। রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম বোঝাতে ব্যবহার করা হয়েছিল সেটি।আরও পড়ুন - ‘মাথার উপর আছেন, ঠাকুরের মতোই’, HT বাংলায় রবি-স্মরণে সাহিত্যিক বিনোদ ঘোষাল
তৈরি হল স্পেশাল সন্দেশ
তবে শুধু রেঁস্তরার সজ্জার দিকেই মন দেননি বিকাশ। রেস্তরাঁ মানেই খাবার। আর এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ খাবারের আয়োজনও করা হয়। তৈরি করা হয় স্পেশাল নলেন গুড়ের সন্দেশ। বিকাশ তাঁর ইনস্টা পোস্টে লিখেছেন, এই সন্দেশ তৈরি করা হয়েছে নলেন গুড় ও গোলাপের এসেন্স দিয়ে।আরও পড়ুন - করাচি বেকারি সত্যিই পাকিস্তানের? হতভাগ্য এই হিন্দুর কাহিনি জল আনবে চোখে