হার্ট অ্যাট𝄹াক কেবল হৃদযন্ত্রেই নয়, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কিডনি বা বৃক্কের কার্যকারিতা হার্ট অ্যাটাকের পর ঝুঁকির মুখে পড়ে। চিকিৎসক𒐪দের মতে, হৃদ্রোগ এবং কিডনি রোগের মধ্যে রয়েছে সরাসরি যোগসূত্র।
হার্ট অ্যাটাক ও কিডনি বিকলের মধ্যে সম্পর্ক
হার্ট অ্যাটাকের সময় হৃদযন্ত্র যখন স্বাভাব💛িকভাবে রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, তখন শরীরের অন্যান্য অঙ্গগুলি পর্যাপ্ত রক্ত পায় না। এই অবস্থায় কিডনির মতো সংবেদনশীল অঙ্গ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। বারডেম হাসপাতালের নেফ্রোলজিস্ট মাহবুব রহমান জানান, "হৃদ্রোগ থাকলে কিডনির ক্ষতির সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। হার্ট অ্যাটাকের পর পর ৪৮ ঘণ্টার মধ্যে অনেক রোগীর কিডনির কার্যক্ষমতা হঠাৎ করে কমে যেতে দেখা যায়।"
আরও পড়ুন - ৩০ বছর বয়সে সিংহাসনত্যাগ! মহাবীরের এই কাহিন𓆏ি আজও বহু জী✤বনের অনুপ্রেরণা
কীভাবে প্রতিরোধ করবেন?
- নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা করান।
- হৃদরোগ ও কিডনি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত জল পান।
- ধূমপান ও অতিরিক্ত নুন খাওয়া এড়িয়ে চলা।
আরও পড়ুন - কাজের চাপে জেরবার, বুঝতে চাইছে না প্রিয়ত𝄹ম মানুষটি? এভাবে কথা বলে দেখতে পারেন