Viral News: নিত্যপ্রয়োজনীয় খাবারের মধ্যে যেগুলির কথা না বললেই নয়, তা হল পেঁয়াজ, আলু। পেঁয়াজ ও আলু দুটোরই দাম বর্তমানে তুঙ্গে। এই অবস্থায় রেঁস্তরার কাছেই বেশি করে পেঁয়াজ দেওয়ার আবদার করে বসলেন এক গ্রাহক। সম্প্রতি রেঁস্তরা থেকে সুইগির মাধ্যমে খাবার আনিয়েছিলেন এক গ্রাহক। সুইগি থেকে খাবার অর্ডার দেওয়ার সময় রেঁস্তরাকে বিভিন্ন ইনস্ট্রাকশন লিখে দেওয়া যায়। সেই স্থানেই ওই গ্রাহক লিখে দেন বেশি করে পেঁয়াজ পাঠানোর কথা। পাশাপাশি বলেন, পেঁয়াজের আকাশছোঁয়া মূল্যের কারণে তিনি কিনতে পারছেন না। তাই বিনীতভাবে অনুরোধ করছেন।
আকাশছোঁয়া দামের জের
দিল্লির এক বাসিন্দার এই পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পেঁয়াজ, আলুর দাম দেশের বিভিন্ন রাজ্যেই চড়া। একদিকে যেমন বাংলা আকাশছোঁয়া দামের ছ্য়াঁকা খাচ্ছে, তেমনই অন্যদিকে ছ্যাঁকা খাচ্ছে দিল্লিও। সাধারণত রেঁস্তরাতে কিছু কিছু খাবারের সঙ্গে স্যালাড হিসেবে পেঁয়াজ ও শশা দেওয়া হয়। ভাইরাল ওই আবেদন যেই গ্রাহক করেছেন, তিনি সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন।
আরও পড়ুন - ট্রেনে তো চড়েন, DEMU,EMU, MEMU-র তফাত জানেন? না জানলে ফাঁপরে পড়তে পারেন
রেঁস্তরাকে আজব অনুরোধ
সুইগি বা জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিলে সহজেই খাবার চলে আসে বাড়ির দোরগোড়ায়। অর্ডার দেওয়ার সময় রেঁস্তরাকে চাইলে নিজের সুবিধামতো কিছু অনুরোধ করা যায়। সেটি অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে লিখে দিতে হয়। একই ব্যাপার ডেলিভারি বয়কে নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এক্ষেত্রে দিল্লির ওই বাসিন্দা রেঁস্তরাকে পেঁয়াজ বেশি করে পাঠানোর অনুরোধ হয়। রাউন্ড কাট অনিয়ন অর্থাৎ গোল করে কাটা পেঁয়াজ যেন বেশি করে পাঠানো হয়, সেই কথা লিখে দেন। প্রসঙ্গত, গ্রাহকের অনুরোধ, বিলে প্রিন্ট হয়ে আসে। সেই প্রিন্টেড বিলের ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন - নারকেলের ছোবড়া দাঁত দিয়েই ছাড়ালেন এই বৃদ্ধ! ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া
ভাইরাল পোস্ট
গ্রাহক লেখেন, পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তাঁর কেনার ক্ষমতা নেই। তাই যেন খাবারের সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ পাঠিয়ে দেওয়া হয়। এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে আসার পর রীতিমতো ভাইরাল হয়েছে। এক নেটিজেন কমেন্টে লেখেন, সত্যিই বাজারের অবস্থা খুব খারাপ। আমাদের মতো সাধারণ মানুষ খুব সমস্যায় রয়েছে। আরেকজন লেখেন, ইনি বেশ বুদ্ধিমান। সুযোগের সদ্ব্যবহার করেছেন।