আওয়ামি লিগকে না নিষিদ্ধ ঘোষণা করছে, না তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এহেন 'আজব অবস্থান' নিয়ে অবশ্য ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের যুক্তি, 'আওয়ামি লিগকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। তত দিন কোনও কর্মসূচি করতে দেওয়া হবে না। এটা সরকারের স্পষ্ট অবস্থান।' প্রসঙ্গত, আওয়ামি লিগের ছার সংগঠন 'ছাত্র লিগ' নিষিদ্ধ হয়েছে। তবে আওয়ামি লিগ নিষিদ্ধ নয়। এই আবহে থেকে থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি আওয়ামি লিগকে নির্বাচনে লড়তে দেওয়া হবে? যদিও এই নিয়ে স্পষ্ট কোনও জবাব দিচ্ছে না কেউই। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে বল সরকারের কোর্টে ঠেলে দিয়েছে। এদিকে সরকারও এতদিন ধরে এই নিয়ে টালবাহানা জারি রেখেছে। (আরও পড়ুন: আরজি কর ধর্ষণ-হত্যায় নতুন করে তদন্তে🀅র আর্জি প্রত্যাহার 📖নির্যাতিতার মা-বাবার)
আরও পড়ুন: ইউনুসের সরকার থেকে পদত্যাগ ক♏রতে চলেছেন ২ উপদেষ্ট൩া, আচমকা কী হল বাংলাদেশে?
উল্লেখ্য, দেশজুড়ে ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল আয়োজন করার ঘোষণা দিয়েছে আওয়ামি লিগ। এদিকে ১০ ফেব্রুয়ারিও ফের বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরপর ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে হরতালের ডার দেওয়া হয়েছে। এদিকে এই সব কর্মসূচির ঘোষণা করা প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকেই বাংলাদেশের 'প্রধানমন্ত্রী' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। (আরও পড়ুন: এখনও উদ্ধার হল ১৮ দেহ, ওয়শিংটনে দুর্🍎ঘটন♑ার কবলে পড়া বিমানে ছিলেন কতজন?)
এর আগে ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল শেখ হাসিনাকে। এরপর থেকেই শেখ হাসিনার সরকারে থাকা বহু মন্ত্রী ধরা পড়েছেন। আবার বহু মন্ত্রী পালিয়ে গিয়ে অজ্ঞাতবাসে আছেন। তাঁদেরই একজন হলেন প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সম্প্রতি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নাকি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আওয়ামি লিগের কয়েক হাজার নেতাকর্মী এখন ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাঁদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই। তবে তৃণমূল স্তরে কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামি লিগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য ভারতের দি🐎কে তাকিয়ে আছে দলের নেতারা🌺।'
মোজাম্মেল হকের আরও꧙ বক্তব্য, 'সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। গত অগস্টে মাসে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনও চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্রপথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে।'
এদিকে রিপোর্ট অনুযায়ী, আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ নাহিম রাজ্জাক দাবি করেছেন, আওয়ামি লিগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। বিচার ব্যবস্থায় তাঁদের কোনও অধিকার নেই। তিনি বলেন, 'আওয়ামি লিগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই। যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।' তবে নাহিমের দাবি, দলকে পুনরায় উজ্জীবিত করতে আলোচনা চলছে জোর কদমে। তাঁর দাবি, ৩০-৪০ জন প্রাক্তন মন্ত্রী এবং সাসংদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেඣ। সেই গ্রুপেরই এক সদ্য বাহাউদ্দিন নাসিম দাবি করেন, আত্মগোপনে থেকেও তিনি দেশের সব জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।