সম্প্রতি ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল শতাধিক মামলার আবেদন। এই আবহে শীর্ষ আদালতে শুনানিও হয় সেটা নিয়ে। দেশের সর্বোচ্চ আদালত সরাসরি এই আইনে স্থগিতাদেশ না দিলেও তা নিয়ে বেশ কিছু 'নেতিবাচক' পর্যবেক্ষণ করেছে। যা নিয়ে ক্ষুব্ধ বিজেপি। এই আবহে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর প্রশ্ন তুলেছেন দেশের বিচার ব্যবস্থা নিয়ে। এদিকে বিচারপতিদের এক্তিয়ার নিয়ে গেরুয়া শিবিরের নেতারা তোপ দেগেছেন। এই সবের মাঝে এবার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। (আরও পড়ুন: 𓂃'পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রে', বিস্ফোরক বঙ্গ BJP সাংসদ)
আরও পড়ুন: লাভ জিহাদ꧅ের অভিযোগে মধ্যপ্রদেশে দুই সম্প্রদায়ের সংঘর্ষ, আগুন জ্বলল বাড়ি-দোকানে
আজ বার্তাসংস্থা এএনআইকে নিশিকান্ত দুবে বলেন, 'দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী। সুপ্রিম কোর্ট তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি সবকিছুর জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়, তাহলে সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত।' তিনি বলেন, 'নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনি কীভাবে নির্দেশনা দিতে পারেন? রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন প্রণয়ন করে। আপনি কি সেই সংসদকে নির্দেশ দেবেন?... আপনি কীভাবে একটি নতুন আইন তৈরি করছেন? কোন আইনে লেখা আছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? এর মানে হল আপনি এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান। যখন সংসদ বসবে, তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।' (আরও পড়ুন: দুই আইএ⭕সআই জঙ্গ🔯ি মডিউলের পর্দাফাঁস, গ্রেফতার এক নাবালক সহ ১৩ জঙ্গি)