ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের একের পর এক ঘটনার জেরে খবরের শিরনাম কেড়েছে গুগল। এদিকে, ভারতে গুগলের এক অফিস বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি আসে পুনেতে। পুনে পুলিশ রবিবার, সেই হুমকির অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে যায় বম্ব স্কোয়াড। তবে পরে তদন্তের নিরিখে জানা গিয়েছে, গোটা হুমকিই ভুয়ো।
জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে এক ব্যক্তি ফোন করে পুতেনে গুগলের অফিস বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে পুলিশ যখন তদন্তের সূত্রে তাঁকে পাকড়াও করে, তখন জানা যায়, তিনি মদ্যপ অবস্থায় সেই কাজ করেছেন। হায়দরাবাদ থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুনে পুলিশ জানিয়েছে, গুগলের মুম্বই অফিস থেকে তাঁদের কাছে ফোন আসে। রবিবার বেলা ১১ টা নাগাদ ওই ফোন কল আসে। এরপরই পুনের কোরেগাঁও পার্কের অফিসে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিল বম্ব স্কোয়াড। গোটা অফিস তল্লাশি চালায় পুলিশ। তবে সেখান থেকে কোনও সন্দেহজনক বিষয় উদ্ধার হয়নি। এরপর বান্দ্রা কুরলা কম্প্লেক্স পুলিশ স্টেশনে দায়ের করা হয় অভিযোগ।
পুলিশ জানাচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি তেলাঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুনের ডিসিপি (অপরাধ) অমোল জেন্ডে বলেন,' ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়ার পর ভুয়ো হুমকির ফোন করেন অভিযুক্ত। তাঁর ভাই গুগল অফিসে কর্মরত পুনেতে। তবে ফোন তিনি করেছিলেন মুম্বইয়ের গুগল অফিসে। আমরা খবর পেয়ে গুগল অফিসের চত্বরে তল্লাশি চালাই, আর তাতে কোনও সন্দেহজনক জিনিস খুঁজে পাওয়া যায়নি।' ওই অভিযুক্তের বিরুদ্ধে ৫০৫ (১)(বি) ও ৫০৬(সি) ধারায় মামলা করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup