Nishikant on Mahua Moitra: লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে হবে সিবিআই তদন্ত, দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের Updated: 08 Nov 2023, 04:46 PM IST Sritama Mitra বিজেপির ঝাড়খণ্ডের সংসাদ নিশিকান্ত দুবের দাবি, তিনি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে আনা অভিযোগ ঘিরে লোকপালে অভিযোগ দায়ের করেছেন। আর লোকপালের নির্দেশে এই তদন্ত হবে বলে তিনিদাবি করেন টুইটে।