দ্বিপাক্ষিক সম্পর্ককে ট্র্যাকে ফেরাতে ভারতের সঙ্গে মিলে কাজ করতে চায় চিন। মঙ্গলবার এমনটাই বলল চিনের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, আজ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক হওয়ার কথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। আর তার আগেই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, 'আমাদের দুই দেশের মধ্যে বোঝাপড়া বাস্তবায়ন, একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করা, আলোচনা ও যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা স্থাপন করা, আন্তরিকতা ও সরল বিশ্বাসের সাথে যাবতীয় পার্থক্যের নিষ্পত্তি করাই মূল লক্ষ্য আমাদের নেতাদের। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল ও স্বাস্থ্যকর উন্নয়নের পথে ফিরিয়ে আনতে চিন ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।' (আরও পড়ুন: আগে নিজের দেশের স্বার্থ… ভারতꩵকে ♋কড়া বার্তা দিয়ে বোঝালেন ডোনাল্ড ট্রাম্প!)
আরও পড়ুন: নীতীন গডকড়িকে নো🐼টিশ পাঠাতে চলেছে বিজেপি? জোর জল্পনা গেরুয়া শিবিরে
উল্লেখ্য, ভারত-চিনের মধ্যকার ২৩তম বিশেষ প্রতিনিধি বৈঠকে বসতে চলেছেন অজিত ডোভাল এবং ওয়াং ই। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম এই পর্যায়ের বৈঠক হচ্ছে দুই দেশের মধ্যে। জানা গিয়েছে, ডোভাল এবং ওয়াংয়ের মধ্যে বৈঠকে বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। এদিকে এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানো নিয়ে আলোচনা করবেন। সীমান্ত ইস্যুতে তারা ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান সূত্রের সন্ধান করবেন। (আরও পড়ুন: 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে গঠন হবে যৌথ সংসদীয় কমিটি, ডেডলাইন কবে𝓡? কারা থাকবেন?)
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই ডেপস্যাং এবং ডেমচকে ভারতীয় সেনাকে টহলে বাধা দিচ্ছিল চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। তবে রিপোর্টে দাবি করা হয়, এই দুই জায়গায় ভারতীয় ౠসেনার টহলদারির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালের অক্টোবর থেকে। তবে জানা গিয়েছিল, ডেপস্যাঙের ওয়াই জংশনে স্থায়ী স্থাপত্য গড়েছে চিনা সেনা। এই ওয়াই জংশন হয়েই প্যাট্রলিং পয়েন্ট ১১, ১১এ, ১২ এবং ১৩-তে যেতে হয় ভারতীয় সেনাকে।