বাংলা নিউজ > ঘরে বাইরে > Fact Check: রাহুল গান্ধীর হাতে চীনা সংবিধান? অসমের মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর
পরবর্তী খবর
Fact Check: রাহুল গান্ধীর হাতে চীনা সংবিধান? অসমের মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর
1 মিনিটে পড়ুন Updated: 20 May 2024, 06:38 PM ISTBoom
ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম বিশ্বশর্মার এক্স পোস্টের উত্তরগুলি দেখে। আমরা লক্ষ্য করি অনেক এক্স ব্যবহারকারী বিজেপি নেতাদের একটি কালো বর্ডার সহ ছোট লাল বই দেওয়ার ছবি পোস্ট করেছে, যা শর্মার পোস্টে গান্ধীর হাতের বইয়ের অনুরূপ।
ও প্রকাশিত এই ছবিগুলির মধ্যে দুটিতে আমরা দেখি বইয়ের প্রচ্ছদের পাঠ্যটি স্পষ্টভাবে দেখা যায়। প্রচ্ছদটির উপর ‘ভারতের সংবিধান’ লেখাটি পড়া যায়। । আমরা অ্যামাজনে চীনা সংবিধানেরও একটি কপি পেয়েছি যা সম্পূর্ণরূপে লাল রঙের এবং রাহুল গান্ধীর হাতে থাকা বইটির থেকে আলাদা।
আমরা অ্যামাজনে পেয়েছি যা সম্পূর্ণরূপে লাল রঙের এবং রাহুল গান্ধীর হাতে থাকা বইটির থেকে আলাদা।