বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra attacks PM Modi: সংসদে সাধুদের সামনে মোদীকে মাথানত করতে দেখে লজ্জা লেগেছিল, দাবি তৃণমূলের মহুয়ার
পরবর্তী খবর
Mahua Moitra attacks PM Modi: সংসদে সাধুদের সামনে মোদীকে মাথানত করতে দেখে লজ্জা লেগেছিল, দাবি তৃণমূলের মহুয়ার
1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2023, 04:56 PM ISTAyan Das
Mahua Moitra attacks PM Modi: সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করলেন, নয়া সংসদ ভবনে মোদীকে সাধুদের সামনে মাথানত করতে দেখে লজ্জা লাগছে তাঁর।
নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদী। (ফাইল ছবি, সৌজন্যে পিআইবি)
নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুদের সামনে মাথানত করতে দেখে লজ্জা লেগেছিল। এমনই মন্তব্য করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করেন, মোদীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন দেশের মানুষ। আর বিরোধী জোটের নেতারাও মোদী সরকারের সামনে মাথানত করবেন না। যতই প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন, তাঁরা লড়াই করে যাবেন। মহুয়ার কথায়, ‘আমরা আপনাদের সামনে মাথানত করব না। মমতাদি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো) মমতা বন্দ্যোপাধ্যায়) ভীত নন। মিস্টার স্ট্যালিন (তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন) ভীত নন। অখিলেশজি (সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব) ভীত নন। রাহুল গান্ধী (কংগ্রেস সাংসদ) ভীত নন।’
বৃহস্পতিবার লোকসভায় বিরোধী জোটের অনাস্থা প্রস্তাবের সমর্থনে ভাষণের সময় মহুয়া বলেন, ‘আপনার (মোদী) উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে ভারত। সংসদের নয়া ভবনের কক্ষে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের প্রধানমন্ত্রীকে যখন সংখ্যাগুরু ধর্মীয় গুরুর সামনে মাথা নোয়াতে দেখেছিলাম, তখন আমরা লজ্জায় ডুবে গিয়েছিলাম। চ্যাম্পিয়ন কুস্তিগিরদের হেনস্থা করেছিল পুলিশ এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। যাঁরা বিজেপির এক অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সেই ঘটনায় আমরা লজ্জায় ডুবে গিয়েছিলাম। বিজেপি-শাসিত হরিয়ানার তিনটি জেলার ৫০ পঞ্চায়েত যে মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে আমরা লজ্জায় ডুবে যাচ্ছি।’