তেষ্টায় ধুঁকছিল শাবক ও মা চিতা। তা দেখে মানবিক হয়েই চিতাগুলিকে জল পান করতে দিয়েছিলেন বন বিভাগের এক গাড়ি চালক। এই অপরাধে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান🌠ের সেই ঘটনায় চাকরি গেল ওই গাড়ি চালকের। সরকারি নির্দেশে লঙ্ঘন করার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মোদীর স্বপ্নের চিতা প্রকল্পের 🐲নেপথ্যে ছ𒐪িলেন তিনি, সেই যুবকের দেহ সৌদির ফ্ল্যাটে
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প ‘চিতা’-এর আওতায় কুনো জাতীয় উদ্যানে কয়েকটি চিতাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। যার মধ্যে একটি হল জ্বালা। সেই মা চিতা এবং তার শাবকদের ꦐএকটি স্টিলের পাত্রে জল দিতে দেখা যায় ওই চালককে। এর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, চালক🐼 পাত্রে জল ঢালার পরে তার ডাকে সাড়া দিয়ে চিতাগুলি সঙ্গে সঙ্গে শান্তভাবে এগিয়ে আসে এবং জল পান করে। একজন আধিকারিক জানিয়েছেন, নির্দেশ লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের কারণে চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর সঙ্গে জড়িত আরও সংশ্লিষ্ট বন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (এপিসিসিএফ) উত্তম কুমার শর্মা।