আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েও বিশেষ লাভ হল না! জেল থেকে বেরোতে না বে𒅌রোতেই কপালে জুটল বেদম মার! শেষমেশ সেনাবাহিনীর সাহায্যে কোনও মতে মিলল 'রক্ষা'! মারমুখী একদল মানুষের হাত থেকে আক্রান্তকে বাঁচাতে আবারও তুলে দেওয়া হল সেই পুলিশেরই হাতে! এই ঘটনা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা কারাগারের ফটকের সামনে ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
যাঁকে নিয়ে এত কাণ্ড তিনি কোনও যেমন-তেমন ব্যক্তি নন। তিনি হলেন - বাংলাদেশ꧃ের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) কেন্দ্রের প্রাক্তন সংসদ সদস্য আবদুল আজিজ। তাঁর সম্পর্কে যেটুকু তথ্য সামনে আসেছে, তা হল - মধ্যবয়সী আবদুল আজিজ একজন পেশাদার শিশুরোগ বিশেষজ্ঞ। একটা সময় ঢাকা শিশু হাসপাতালের শীর্ষ পদও সাংমলেছেন তিনি๊।
পরবর্তীতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ-এর সঙ্গে যুক্ত হন এবং ২০১৮-১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়া🌳মী লিগের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। গত ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিন - অর্থাৎ - ২০২৪ সালের ৬ অগস্ট সেদেশের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ফলত, বাকি সংসদ সদস্যদের মতো 𝔍আবদুল আজিজকেও তাঁর সাংসদ পদ হারাতে হয়।
বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে - খুনের চেষ্টা এবং বিস্ফোরক মামলায় পরবর্তীতে আবদুল আজিজকে গ্রেফতার করা হয়। যার জন্য দীর্ঘদিন কারাবাসও করতে হয় তাঁকে। কিন্তু, দিন তিনেক আগে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। এবং সেই নির্দেশ মো🐻তাবেক, গতকাল (মঙ্গলবার - ৮ এপ্রিল, ২০২৫) স্থানীয় সময় রাত ৮টা নাগাদ আবদুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, 🌸আবদুল আজিজ যে জামিন পেয়েছেন, সেকথা চাউর হতেই মঙ্গলবার সন্ধের পর থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারের ফটকের সামনে কিছু লোক জমায়েত করতে শুরু করে। অভিযোগ, আবদুল আজিজ কারাগারের ফটক থেকে বের হতেই এই জমায়েত তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁরা পোশাক ধরে টানাটানি করা হয়, 𝔍তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়।
আবদুল আজিজকে মারধর ও হেনস্থার একটি ভিডি🌌য়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (হিন্দুস্তান টাইমস বাংলা সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। অভিযোগ করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা আহ্বায়ক কমিটির য⛦ুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদির নেতৃত্বেই প্রাক্তন সাংসদের উপর এই হামলা চালানো হয়।
তবে, শেষ পর্যন্ত হামলাকারীরা আবদুলকে তুলে নিয়ে যেতে পারেনি। কারণ, ততক্ষণে ঝামে🦋লার খবর পেয়ে সেনাবাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। তারাই আক্রান্ত প্রাক্তন সাংসদকে কোনও মতে উদ্ধার করে এবং পরবর্তীতে স্থানীয় থানার হাতে তাঁকে তুলে দেওয়া হয়।