দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। জানা গিয়েছে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ৯২ বছর বয়সী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা নাগাদ মনমোহন সিংকে এইমসে ভর্তি করা হয়। তবে হঠাৎ করে কোন শারীরিক সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এককালে নরসিমহা রাও সরকারের অর্থমন্ত্রী ও পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী থাকা এই বিশিষ্ট অর্থনীতিবিদ বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক আঙিনার থেকে দূরে ছিলেন শারীরিক নানান কারণে। এককালে দেশের অর্থমন্ত্রী হিসাবে একধিক পর পর অর্থনৈতিক সংস্কার আনেন মনমোহন সিং। পরবর্তীতে ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবেও বেশ কিছু অধ্যায় তাঁর সঙ্গে শুরু হয়। ইউপিএর ২ বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেশের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন চেয়ারে। রাজ্যসভার এই সাংসদ সদ্য রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন। উল্লেখ্য, রাজ্যসভার সদস্য হিসাবেই তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন।২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।
এদিকে, বেশ কিছু সূত্রের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন মনমোহন সিং। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যার জেরেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে। বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় দিল্লি এইমসে ভর্তি। তাঁকে দিল্লি এইমসের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে খবর। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।