বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তারপরে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে দেশটিতে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্রদের দাবি ছিল, তাদের এই আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু, তারপরেও বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার সাংবাদিকরা। এবার সংবাদমাধ্যমকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংবাদমাধ্যম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:হাসিনা ভারতে পা রাখতেই মোদী সাক্ষাতে জয়শঙ্কর, মুজিবকন্যার সাক্ষাতে ডোভাল
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক অনশন কর্মসূচিতে বিএনপি নেতা এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও টিভি চ্যানেল বা সংবাদপত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও বক্তৃতা প্রকাশ করতে পারেনি। আমরা বলতে চাই যে কোনও টিভি চ্যানেল বা সংবাদপত্র যদি ছাত্রদের হত্যাকারী শেখ হাসিনার ছবি প্রচার করে, তাহলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হবে।’
এদিন, ছাত্র ও আন্দোলনকারীদের হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। দুলু আরও বলেন, ‘গণহত্যার জন্য বিএনপিকে নিষিদ্ধ করা হলে হাজার হাজার পড়ুয়াকে নির্মমভাবে হত্যার জন্য আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হবে না কেন? আমাদের দাবি, যত দ্রুত সম্ভব আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হোক।’