পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে এবার পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল ‘ব্লক’ করে দিল নরেন্দ্র মোদী সরকার। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পরই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইতিমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। এবার সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। (আরও পড়ুন: ৪ দিনের 'প্রাণ' বাকি পাক সেনায়, ভিখারি দশাতেই নাকি ভারতকে চোখ রাঙ♐াচ্ছে মুনির)
আরও পড়ুন: পা꧒কিস্তানের মতো হাল যাতে না হয়, কলকাতার কারখ♈ানার বড় পদক্ষেপ
রবিবার সকাল থেকেই ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল আর দেখা যাচ্ছে না ভারত থেকে।এক্স-এ গিয়ে ইমরান এবং বিলাবলের হ্যান্ডলে যাওয়ার চেষ্টা করলে বলা হচ্ছে, ভারতে হ্যান্ডল দু’টিতে বিধিনিষেধ রয়েছে। আইনি কারণেই এমন পদক্ষেপ বলেও জানানো হয়। তাঁদের প্রোফাইল পিকচার, কভার পিকচার, কিছুই দেখা যাচ্ছে না। এক্স হ্যান্ডেল খুললে সবকিছুই শূন্য দেখাচ্ছে।পহেলগাঁও হামলার পর থেকে ধাপে ধাপে পাকিস্তানি বহু রাজনীতিক, অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে মোদী সরকার। একদিন আগেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারারের এক্স হ্যান্ডল ব্লক করে দেওয়া হয় ভারতে। ভারতের তরফে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি পাকিস্তানি অভিনেতা হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম ব্লক করা হয়েছে ভারতে। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই ১৬টি ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছে। (আরও পড়ুন: পেটে না পড়লে চলবে না লড়াই, অধিকৃত কাশ্মীর নিয়ে বড় নির্দেশ আতঙ্কিত♎ পাকি♛স্তানের)
আ꧋রও পড়ুন-'ভারত আক্রমণ করলেই পরমাণু হামলা পাকিস্তানের!' ভয় পেতেই গরমাগরম বুলি পাক রাষ্ট্রদূতের
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা, যাতে ২৬ জনের মৃত্যু হয়। এরপরেই পাকিস্তানকে উপযুক্ত দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিকভাবে আঘাত এনেছে নয়া দিল্লি। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরপর পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করা হচ্ছে। (আরও পড়ুন: পাক অধ👍িকৃত কাশ্মীরে সাধারণ মানুষেরꦆ বাড়ি 'দখল', মরিয়া হয়ে গেছে মুনিরের সেনা)
ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো কী বলেছিলেন?
সম্প্রতি পহেলগাঁও হামলাকে গভীরভাবে বিরক্তিকর ও দুঃখজনক বলে বর্ণনা করেছেন পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী𓆏 ইমরান খান। তিনি বলেন, 'পহেলগাঁওয়ের ঘটনা মর্মান্তিক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ এরপরই ভারতের বিরুদ্ধে সুর চড়ান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। টেনে আনেন পুলওয়ামা হামলাকেও। তিনি জানান, ‘পুলওয়ামার ঘটনার পরেও ভারত আমাদের দিকে আঙুল তুলেছিল। কিন্তু কোনও প্রমাণ দিতে পারেনি। পহেলগাঁওয়ের ঘটনার পরও মোদী ঠিক একই কাজ করছেন। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান শত্রুকে যোগ্য জবাব দিতে জানে। তাই ভারতের দায়িত্বশীল ꧃হওয়া প্রয়োজন।’
আরও পড়ুন-'ভারত আক্রমণ করলেই পরমাণু হামলা পাকিস্তানের!' ভয় পেতে꧙ই গরমাগরম বুলি পাক রাষ্ট্রদূতের
'সদর দফ🌳তরের অনুমতিতে পাকিস্তানি তরুণীকে বিয়ে!' আদালতের পথে বরখাস্ত সিআ🍬রপিএফ জওয়ান
অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, 'সিন্ধু নদ আমাদের এবং আমাদেরই থাকবে। এখানে হয় জল বইবে না হলে তাঁদের (ভারতীয়) রক্ত বইবে🅘।'