বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের অবস্থা খারাপ থাকার অভিযোগ নতুন নয়। তার ওপর দিয়েই চলছে ঝুঁকির যাত্রা। অথচ দিব্যি টোলট্যাক♒্স আদায় করা হচ্ছে। এবার এ নিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এসেছে। হাইকোর্ট বলেছে, রাস্তার অবস্থা খারাপ হলে তার উপর টোল ট্যাক্স আদায় করা উচিত নয়। এই অবস্থায় জাতীয় সཧড়কে টোল ট্যাক্স ৮০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: ন্যাশানাল হাইওয়েতে বার্ষিক ও ‘লাইফটাইম’ ১৫ বছরের জন্য টোল পাস চালুর পথে কেন্দ্র! কত হতেꦐ পারে দাম?
মামলার বয়ান অনুযায়ী, সুগন্ধা সা꧂হনি নামে এক মহিলা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি ৪৪ নম্বর জাতীয় সড়কের পাঠানকোট-উধমপুর হাইওয়ের অংশে রাস্তা খারাপ থাকার অভিযোগ তোলেন। এই আবেদনে তিনি লক্ষ্মণপুর, থান্ড🐠ি খুই এবং বান প্লাজা থেকে টোল আদায়ের উপর আপত্তি জানান।
তিনি বলেন, এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তারপরেও এই অংশ দিয়ে যাতায়াতের সময় চালকদের কাছ থেকে বেশি পরিমাণে টোল ফি আদায় করা হচ্ছে। কেন তা করা হবে? তাই নিয়ে মামলাকারী প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে ওই অংশে জাতীয় সড়কের ৬০ শতাংশ নির্মাণ হয়েছে। তাহলে পুরো টোল আদায়ের💙 কোনও মানেই হয় না। মামলায় মহিলা দাবি করেন, কাজ শেষ হওয়ার ৪৫ দিন পর থেকে টোল আদায় শুরু করা উচিত।