রিপোর্ট অনুযায়ী, অবতরণের সময় অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা লেগেছিল জাপান এয়ারলাইন্সের বিমানটিতে। জাপানের উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে সংঘর্ষটি হয়েছিল বলে জানা যাচ্ছে। এই আবহে জাপানের উপকূলপরক্ষী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।
টোকিও বিমানবন্দরে অবতরণের সময় আগুনের গোলায় পরিণত বিমান
ভূমিকম্প, সুনামিতে এমনিতেই বিধ্বস্ত জাপান। তারই মধ্যে এবার জাপানের রাজধানীতে ঘটে গেল বড় ধরনের এক দুর্ঘটনা। আজ টোকিও বিমাবন্দরে একটি বিমান অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হল। জানা যাচ্ছে, অবতরণের সময় জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, বিমানটি বিমানবন্দরে অবতরণের সময়ই দু'টুকরো হয়ে ভেঙে যায়। তার আগেই বিমানটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। জানা গিয়েছে, বিমানটি জাপান এয়ারলাইন্সের ছিল। এ৩৫০ মডেলের বিমানটিতে ১২ জন বিমানকর্মী সহ ৩৭৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৮ জন শিশু ছিল। এই সব যাত্রীকেই বিমান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: আমূল বদল আসতে পারে রেল পরিষেবায়, নয়া 'সুপার অ্যাপ' চালু করতে চলেছে IRCTC)
রিপোর্ট অনুযায়ী, অবতরণের সময় অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা লেগেছিল জাপান এয়ারলাইন্সের বিমানটিতে। জাপানের উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে সংঘর্ষটি হয়েছিল বলে জানা যাচ্ছে। এই আবহে জাপানের উপকূলপরক্ষী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়। এদিকে রিপোর্ট অনুযায়ী, জাপান কোস্ট গার্ডের যে বিমানটির সঙ্গে এই সংঘর্ষ হয়, তাতে ছিলেন ৬ জন। তার মধ্যে পাঁচজন নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।