খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং খুনের ছকের মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমন পাঠানোর চেষ্টা করা হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। তবে সেই চেষ্টা কার্যত বানচাল করে দেয় মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরাই। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকা সফরে গিয়েছিলেন এনএসএ অজিত ডোভাল। সেই সময় ডোভালকে আইনি সমন ধরানোর চেষ্টা করেছিল পান্নুন। তবে সম্প্রতি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের এক বিচারক জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হোটেল কর্মী বা ডোভালের নিরাপত্তায় নিয়োজিত কোনও অফিসার বা এজেন্টের কাছে সমনের চিঠি হস্তান্তর করা হয়নি। তাই আমেরিকায় থাকাকালীন ডোভালকে সমন জারি করা হয়নি। (আরও পড়ুন: 'ওপারে প্রভু চিন্ময়,এপারে প্রভু হিরন্ময়', দাসপুরে সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ)
আরও পড়ুন: বাংলার পড়শি রাজ্যে ভয়াবহ রেল দুর্ঘটনা, সংঘর্ষ দুই ট্রেনের, মৃত অনেকে
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা এই সমন জারি করতে দেননি। জানা গিয়েছে, মার্কিন এজেন্টরা পান্নুনের পাঠানো লোককে সমনের চিঠি হস্তান্তর করতে বাধা দেয়। এদিকে যে ব্লেয়ার হাউসে অজিত ডোভাল ছিলেন, তার সামনে সমনের চিঠি রেখে চলে আসরও চেষ্টা করেছিল পান্নুনের পাঠানো সেই লোক। তবে সেটাও করতে দেয়নি মার্কিন এজেন্টরা। শেষ পর্যন্ত সেই ব্যক্তি নিকটবর্তী স্টারবাক আউটলেটে সেই সমনের চিঠি রেখে যান। যদিও আদালতের বক্তব্য, আইনি ভাবে সেই সমন জারি করা হয়নি অজিত ডোভালকে। (আরও পড়ুন: মায়ানমারে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার গর্ভবতী নারী সহ ৪)
আরও পড়ুন: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? মন ছুঁয়ে যাওয়া জবাব দিলেন সুনীতা উইলিয়ামস