খরচ হয়েছে ১,৭৪৯ কোটি টাকা। সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ১০০ একরের জলাশয় স্থান পেয়েছে ক্যাম্পাসে। আধুনিকতার মোড়কে নতুন করে জেগে উঠেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ জুন, বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন। সঙ্গে একটি চারা রোপণও করে এসেছেন তিনি। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই নতুন ক্যাম্পাস তৈরি করা হয়েছে।
ইতিহাস থেকে আধুনিকতায় নালন্দার পথ চলা
নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল পঞ্চম শতাব্দীতে। এটি একসময় সারা বিশ্বের পণ্ডিতদের জন্য মূল আকর্ষণের কেন্দ্র ছিল। এই ঐতিহাসিক প্রতিষ্ঠান ১২ শতকে ধ্বংসের মুখে পড়েছিল। এটি প্রায় ৮০০ বছর আগে হানাদারদের দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর ২০১৬ সালে, এই স্থানটিকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' বলে ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ। আজ সেই বিশ্ববিদ্যালয় নতুন করে জেগে উঠেছে। আজকের এই অত্যাধুনিক বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অস্থায়ী স্থান থেকে পথ চলা শুরু করেছিল। এরপর ২০১৭ সালে নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। এবার ২০২৪ সালে দাঁড়িয়ে যেন প্রাণ পেয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কেন এত অনন্য
নালন্দা বিশ্ববিদ্যালয়ের ৪৫৫ একর বিস্তৃত নতুন ক্যাম্পাস শক্তিশালী উন্নয়নের একটি প্রধান উদাহরণ। এটিকে একটি 'নেট জিরো গ্রিন ক্যাম্পাস' হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের সবুজ উদ্যোগের এক ঝলক: