পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইতিমধ্যেই দেখা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। এবার নাকি বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করছেন পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশাক দার। উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকে হাসিনা জমানায় পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের নেতার বাংলাদেশ সফর খুব 'দুর্লভ' ছিল। তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়েতর উত্থান দেখা গিয়েছে। ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন সাম্প্রতিককালে। (আরও পড়ুন: 'সৌগত দাদুকে একটু বকা দেবেন'♌, রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 'খোঁচা' মমতাকে)
আরও পড়ুন: বাংলাদেশ সেনায় অভ্যুত্𝓰থানের জল্পনার ম𒊎াঝেই মুখ খুললেন ভারতের সেনাপ্রধান, বললেন...
এদিকে জানা যায়, ওআইসি-র সম্মেলনের ফাঁকে ৯ মার্চ বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেন পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে। ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশন এরপরে একটি বিবৃতি প্রকাশ করে। সেই বৈঠক 'ইতিবাচক' ছিল বলে জানানো হয়। দুই দেশের সম্পর্কে উন্নতির বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এই আবহে পাক উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ‘গত ২৪ ঘণ্টায়…’, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির🌳্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর)
আরও পড়ুন: কানাডার নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন এক 'রাজജনৈতিক বহির🔯াগত', কে এই মার্ক কার্নি?
এর আগে সম্প্রতি বাংলাদেশ সেনার উচ্চপদস্থ ৬ কর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন। গত ১৭ জানুয়ারি তাঁরা ৬ দিনের সফর সেরে বাংলাদেশে ফিরে এসেছিলেন। আর এরপরই গত ২১ জানুয়ারি পাকিস্তানের থেকে একটি সামরিক কর্তাদের দল যায় বাংলাদেশে। রিপোর্ট অনুযায়ী, পাক আধিকারিকদের চার সদস্যের দলটি ৩ দিনের সফরে বাংলাদেশে গিয়েছিল। তবে সরকারি ভাবে এই সফর নিয়ে মুখ কুলুপ এঁটেছিল ইসলামাবাদ থেকে ঢাকা। তবে দাবি করা হয়েছিল যে সফররত পাক দলে আইএসআই প্রধানও। যদিও সেই দাবি খারিজ করেছিল ঢাকা। (আরও পড়ুন: ভুবনেশ্বরে ধরা পড়ল ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারꦕী, কীভাবে ভারতে ঢুকেছিল তারা?)
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সমর্থকদের ওপর পুলিশি লাঠিচার্জের ওঅভিযোগ হায়দরাবাদে
এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, চিনে তৈরি যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের কাছে আগ্রহণ প্রকাশ করে বাংলাদেশ। বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান সম্প্রতি পাক সেনা প্রধানের সঙ্গে দেখা করে জেএফ-১৭ থ🎀ান্ডর যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে দাবি করা হয়। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন পাক সফরকালে। সেই ছবি পাক সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ প্রকাশ করে দিয়েছিল। এরপরই বাধ্য হয়ে নাকি ঢাকাকে সেই খবরের কথা প্রকাশ করতে হয়েছিল।