𒁃সবে ভোট মিটেছে। কাল ভোট গণনা। তার আগেই বেড়ে গেল দুধের দাম। আমূল দুধের দাম বেড়ে༺ছিল। এবার বেড়ে গেল মাদার ডেয়ারি দুধের দাম। 'মাদার ডেয়ারি মায়ের মতো'। বিজ্ঞাপনের ক্যাচলাইনে এমনটাই উল্লেখ করা হয়। অনেকের কাছেই বেশ প্রিয় দুধ। সেই দুধের দামও এবার বেড়ে গেল। সোমবার থেকে মাদার ডেয়ারির সবরকম দুধে লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এই বর্ধিত মূল্য দিল্লি এবং এনসিআর সহ দেশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য।
সোমবার থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম।
কেন মাদার ডেয়ারির দুধের দাম বৃদ্ধি পেল?
মাদার ডেয়ারির তরফে এনিয়ে জানানো হয়েছে যে গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎ🎀পাদন ও বণ্টনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই সারা দেশে প🌟্রচন্ড গরম। তার জেরে দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। এর জেরেই এবার দুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত।
দিল্লি-এনসিআরে এবার থেকে মাদার ডেয়ারির টোনড দুধ লিটার প্রতি ৫৬ টাকায় বিক্রꦚি করা হবে। ডবল টোনড দুধ লিটার প্রতি ৫০ টাকা দাম করা হয়েছে। আর ফুল ক্রিম দুধের জন্য দিতে হবে ৬৮ টাকা প্রতি লিটার।
এদিকে অনেকের বাড়িতে দুধ নেওয়া হয়। গোয়ালার কাছ থেকে দুধ না নিয়ে অনেকেই প্যাকেটজাত দুধ নেন। সেক্ষেত্রে সেই দুধের দাম বেড়ে গꩵেলে সমস্যায় পড়বেন মধ্যবিত্ত। অনেকেই দুধেไর পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
পরিসংখ্যান বলছে মাদার ডেয়ারি বর্তমানে দিল্লি-এনসিআরে প্রতিদিন ৩৫ লাখ লিটার দুধ বিক্রি করে। এর আগে তারা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দাম পর্যালোচনা করেছিল। মাদার ডেয়ারির তরফে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই দুধ জোগাড় করতে আমাদের খরচ ক্রমেই বাড়ছিল। কিন্তু আমরা দুধের দাম বৃদ্ধি করিনি। তবে দেশ জুড়ে প্রচন্𓆉ড গর🐎ম। তার জেরেই এই দুধের উৎপাদনে প্রভাব পড়েছে। তার জেরে এবার দুধের দামও বাড়তে চলেছে।
এদিকে রবিবার রাতের দিকে আমূল দুধের দামও বৃদ্ধি করা হয়েছে।
গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এই আমূল ব্র্যান্ডের দুধের মার্কটিং করে। সোমবার থেকে তাদের দুধের দামও লিটার পিছু ২ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবার সেই পথেই হাঁটল মা﷽দার ডেয়ဣারি। তাদের দুধের দামও বৃদ্ধি করা হল।