পিআরএস ওবেরয়, ওবেরয় গ্রুপের প্রাক্তন কর্তার জীবনাবসান। মঙ্গলবার সকালে তিনি প্রয়াত হয়েছেন। ওবেরয় গ্রুপের এক মুখপাত্র একথা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছ🥃র। তিনি তাঁদের কোম্পানির হোটেল ব্যবসার অভিমুখ কার্যত শিখর নিয়ে গিয়েছিলেন। একটা যুগের অবসান হল এদিন।
পুত্র বিক্রম আর অর্জুন ওবেরয় একটি বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ꧅্ছি আমাদের প্রিয় নেতা পিআরএস ওবেরয় চেয়ারম্যান এমেরিটাস প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে ওবেরয় গ্রুপের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দেশে বিদেশে ওবে♊রয় গ্রুপের হোটেল ব্যবসা রয়েছে।
অত্যন্ত দুরদর্শী ব্যবসায়ী ছিলেন তিনি। ব্যবসার জন্য় নিবেদিত প্রাণ। আন্তর্জাতিক ♈মানে হোটেল তৈরিতে তিনি ছিলেন অগ্রগন্য়। গোটা বিশ্বজুড়ে তিনি তাঁদের হোটেল ব্যবসাকে ছড়়িয়ে দিয়েছিলেন।
দেশে বিদেশে হোটেল ব্যবসার ক্ষেত্রে তিনি অনেকের কাছেই ছিলেন অনুপ্রেরণার। তিনি ছিলেন মাইলস্টোন। শুধু🏅 কর্পোরেট ক্ষেত্রে বিরাট সাফল্য় নয়, কর্মচারীদের প্রতি তাঁর মমত্ব ছিল প্রবল। তিনি সকলের সঙ্গে একটা কর্পোরেট সংস্কৃতির বন্ধඣন তৈরি করেছিলেন।
তাঁর সন্ত🐼ানরা লিখেছেন, আমরা শোকগ্রস্ত। এই সময় 🉐একে অপরকে সহায়তা করা দরকার। তিনি যে উল্লেখযোগ্য ধারা রেখে গেলেন সেটা রক্ষা করতে হবে। কীভাবে আমরা তাঁকে সম্মান জানাব তাঁর স্মৃতিকে রক্ষা করব সেকথা আমরা আপনাদের জানাব।
জানা গিয়েছে কাপাশেরাতে বিকাল ৪টের সময় তাঁর শেষকৃত্য হ𝓀বে। সকলে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পিআরএস ওবেরয় হোটেলের সমস্ত শাখায় এদিন প্রার্থনার আয়োজন করা হয়েছে।
দিল্লিতে ১৯২৯ সালে জন্মেছিলেন তিনি। নাম পৃথ্বিরাজ ওবেরয়। রায় বাহাদুর এমএস ওবেরয়ের সন্তান। ভারতে, আমেরিকায়, সুই✤জারল্যান্ডে তাঁর পড়াশোনা। ওবেরয় গ্রুপকে এক অন্য় উচ্চতায় নিয়ে গিয়ে🙈ছিলেন তিনি।
শোকবার্তা জানিয়েছেন বাংলার মুಌখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, তিনি একসময়ে দার্জিলিংয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর সঙ্গে বাংলার যোগ ছিল। অপূরণীয় ক্ষতি হয়ে গেল।