পাকিস্তানে বেড়ে চলা ক্রমাগত সন্ত্রাস ও ধর্মীয় দাঙ্গা ঘিরে নাগরিকদের সেদেশে ভ্রমণ বা সফর করার ক্ষেত্রে সতর্কবার্তা দিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার এক অ্যাডভাইজারি জারি করে। যেখানে, সাফ লেখা হয়েছে, 'পাকিস্তানে সফর করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভেবে দেখুন।' অ্যাডভাইজারিতে স্পষ্ট উঠে এসেছে ধর্মীয় দাঙ্গ💛া ও সন্ত্রাসের প্রসঙ্গ।
দক্ষিণ এশিয়ার বুকে সন্ত্রাসে মদত ইস্যুতে বারবার উঠে এসেছে পাকিস্তানের নাম। এবার সেদেশে নাগরিকদের সফর নিয়ে রীতিমতো সতর্কতামূলক বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেও যেন কোনও মতেই কোনও মার্কিন নাগরিক সফর না করেন। সেখানে সন্ত্রাস ও অপহরণকাণ্ড নিয়ে নাগরিকদের সতর্ক করেছে আমেরিকা। সেখানে সীমান্তপার এলাকায় সম্ভাবনা রয়েছে সশস্ত্র হানার। সেই ঘটনা ঘিরে নাগরিকদের আরও বেশি সতর্ক করে দিয়েছে আমেরিকা। পড়ুন অন্য়রকমের খবর- &nbsཧp;লিপস্টিক ন𝕴াকি পাওয়ার ব্যাঙ্ক ধরতে পারবেন না! কাঁপাচ্ছে বাজার, দাম কত?
প্রসঙ্গতꦏ, আমেরিকার তরফে এই অ্যাডভাইজারি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলবে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে, পাকিস্তানে, শপিং মল, সেনা ছাউনি, বাজার, পরিবহন এলাকা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটন কেন্দ্র, সরকারি অফিস, স্কুল, হাসপাতাল, ধর্মীয় জায়গায় সন্ত্রাসী হামলা হতে পারে। আমেরিকা বলছে, এর আগে বহু মার্কিন কূটনীতিবিদকে টার্গেট করেছে সন্ত্রাসবাদীরা। তাঁদের ওপর হামলাও হয়েছে। ফলে এখন সেদেশে যাওয়া কোনও মার্কিন নাগরিকদের জন্য সমীচিন নয়।
উল্লেখ্য, সন্ত্রাসꦇী হামলা পাকিস্তানে ক্রমাগত হয়ে চলেছে। এবার টার্গেটে পুলিশ ও সেনা থাকতে পারে বলেও সাবধান বাণী দিচ্ছেꦛ আমেরিকা। পাকিস্তানে ক্রমাগত সন্ত্রাসী হামলা হচ্ছে বলে জানানো হচ্ছে। এও বলা হচ্ছে, যে সবচেয়ে বেশি হামলা হচ্ছে সেদেশের খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে। মার্কিন সরকার জানিয়েছে, পাকিস্তানে তাঁদের নাগরিকদের তাৎক্ষণিক সাহায্য দিতে খানিকটা সীমাবদ্ধতা রয়েছে আমেরিকার। আর তা রয়েছে নিরাপত্তার কারণে।