বাংলা নিউজ > ঘরে বাইরে > খুন করে কুমির দিয়ে খাওয়াতো দেহ, সিরিয়ার কিলার গ্রেফতার, কোন ছদ্মবেশে লুকিয়ে ছিল?
পরবর্তী খবর
একেবারে কুখ্য়াত সিরিয়াল কিলার।
'ডক্টর ডেথ' নামে কুখ্যাত এক সিরিয়াল কিলারকে রবিবার রাজস্থানের দৌস𝔍া থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। ২০২৩ সালে তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন এꦗক ঊর্ধ্বতন কর্মকর্তা।
৬৭ বছর বয়সি দেবেন্দর শর্মা একাধিক খুনের মামলায় দ🐽োষী সাব্যস্ত হয়েছিলেন এবং ওই ব্যক্তি যেটা করতেন সেটা হল উত্তরপ্রদেশের কাসগঞ্জে হাজারা খালের কুমির ভর্তি জলে মৃতদেহ♌ ফেলে দিতেন তিনি।খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
দিল্লি, রাজস্থান এবং হরিয়ানা জুড়ে🐻 সাতটি পৃথক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। গুরুগ্রামের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডও দিয়েছে।