জানা গিয়েছে, মিসিসিপির রোলিং ফর্ক এবং সিলভার সিটি নামে একটি ছোট শহরে সরাসরি আঘাত হানে এই টর্নেডো। মুহূর্তে শহরগুলি তছনছ করে দিয়ে যায় এই ঝড়।
মার্কিন মুলুকে ফের হানা ভয়াবহ টর্নেডোর, মৃত্যুপুরীতে পরিণত মিসিসিপি
একদিন আগেই টর্নেডো হানা দিয়েছিল ক্যালিফোর্নিয়ায়। এরই মধ্যে গতকাল আরও একটি ভয়াবহ টর্নেডো হানা দিল মার্কিন মুলুকে। গতকাল রাতে মিসিসিপিতে একটি শক্তিশালী টর্নেডো হানা দেয়। এই টর্নেডোয় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনায় শতাধিক আহত। এদিকে বহু হাজার জন আশ্রয়হীন পড়েছেন ঝড়ের কারণে। জানা গিয়েছে, টর্নেডোর জেরে প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিসিসিপির প্রদেশ গভর্নর টেট রিভস এবং রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার। (আরও পড়ুন: অনশন তোলার পরপরই ডিএ আন্দোলনকারীদের বড় শাস্তি, নয়া নির্দেশিকা জারি সরকারের)
জানা গিয়েছে, মিসিসিপির রোলিং ফর্ক এবং সিলভার সিটি নামে একটি ছোট শহরে সরাসরি আঘাত হানে এই টর্নেডো। মুহূর্তে শহরগুলি তছনছ করে দিয়ে যায় এই ঝড়। এদিকে টর্নেডোর কারণে কারণে গোটা শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রচুক ক্ষয়ক্ষতি হয়েছে শহরের। প্রচুর গাছ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। প্রায় এক ঘণ্টা ধরে মিসিসিপি প্রদেশে তাণ্ডব চালায় ঝড়টি। মিসিসিপি প্রদেশে এই ঝড়ের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। এদিকে আলাবামা প্রদেশে এই ঝড়ের বলি হয়েছেন একজন। (আরও পড়ুন: মেঘের ওপর দিয়ে ১০০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত! বড় ঘোষণা রেলমন্ত্রীর)
রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার এই তাণ্ডবলীলা প্রসঙ্গে বলেন, 'আমার শহর ধ্বংস হয়ে গিয়েছে। তবে আমরা আবার পুনরুজ্জীবিত হয়ে উঠব।' এদিকে এই টর্নেডো নিয়ে মিসিসিপি প্রদেশে গভর্নর টেট রিভস টুইট করে লিখেছেন, 'গত রাতের মারাত্মক টর্নেডোতে অন্তত ২৩ জন (পরে আরও দু'জনের মৃত্যুর খবর পাওয়া যায়) মিসিসিপিবাসী মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।'