রিপোর্টে দেখা যাচ্ছে, রোজগারের সন্ধানে দেশের প্রায় অর্ধেক পরিযায়ী শ্রমিক যে ৫ টি রাজ্যকে গন্তব্য করে নিয়েছেন, তাদের মধ্যে একটি পশ্চিমবঙ্গ।
যে সেরা ৫ রাজ্য পরিযায়ী শ্রমিকদের পছন্দের গন্তব্য, তাতে ৩ নম্বরে পশ্চিমবঙ্গ।
দেশের পরিযায়ী শ্রমিকদের যাত্রাপথ বিশ্লেষণ করে সদ্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ দুটি রিপোর্ট প্রকাশ করেছে। একটি রিপোর্টে বোঝার চেষ্টা করা হয়েছে রাজ্য ভিত্তিক পরিযায়ী শ্রমিকদের গতিবিধি। আরেকটি রিপোর্টে বোঝার চেষ্টা করা হয়েছে, কীভাবে জেলা থেকে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো বড় মেট্রো শহরে কাজ করতে আসছেন। এক্ষেত্রে বেশ কিছু পন্থার সাহায্য নিয়ে রিপোর্টগুলি তৈরি হয়েছে। এদিকে, রিপোর্টে দেখা যাচ্ছে, রোজগারের সন্ধানে দেশের প্রায় অর্ধেক পরিযায়ী শ্রমিক যে ৫ টি রাজ্যকে গন্তব্য করে নিয়েছেন, তাদের মধ্যে একটি পশ্চিমবঙ্গ।
কত নম্বরে পশ্চিমবঙ্গ?
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে বলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের তালিকায় যে প্রথম ৫ রাজ্য রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। আর তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পর রয়েছে রাজস্থান ও মহারাষ্ট্র। প্রধামন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের পরিষদের এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে বেশ কিছু পন্থার আশ্রয় নেওয়া হয়েছে। ইসরোর উপগ্রহের ছবি, অসংরক্ষিত কামরায় রেল যাতায়াত, এক রাজ্যের মোবাইলের সিম অন্য রাজ্যে ব্যবহার সংক্রান্ত তথ্য, ব্যাঙ্কের তথ্য, জমির চরিত্র বদল এই সমস্ত রকমের তথ্য থেকে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি অনুধাবনের চেষ্টা করা হয়েছে। যাত্রা পথের বিশ্লেষণ বলছে, পছন্দের ৫ যাত্রাপথের মধ্যে বিহার ও ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে আসার তথ্য মিলেছে।