২০৩০ সালের মধ্যে চাকরির বাজারে কোন কোন ক্ষেত্রগুলিতে দ্রুত উত্থান, কোন কোন ক্ষেত্র পতনমুখী হতে পারে, তার আভাস দিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-র রিপোর্ট।
আগামী ৫ বছরে চাকরির বাজারে সেরা ক্ষেত্রগুলি কী কী? বলছে WEF
২০৩০ সালের মধ্যে কোন কোন ক্ষেত্র চাকরির বাজারে বাজিমাত করতে চলেছে? তা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরল বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ বা ডাব্লিইউ ইএফের রিপোর্টে সেই ক্ষেত্রগুলিও রয়েছে, যে ক্ষেত্রগুলিকে তারা মনে করছে, আগামী ৫ বছরে তারা চাকরির বাজারে শেষ ৩ টি স্থানে থাকবে। দেখা যাক, কী বলছে রিপোর্ট।
দুনিয়া যেভাবে এগোচ্ছে তাতে চারিদিকে এআই-র জয়জয়কার। এদিকে, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'র রিপোর্ট বলছে, বড় ডেটা স্পেশ্যালিস্ট, ফিনটেক ইঞ্জিনিয়ার, এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের ভূমিকা আগামী ৫ বছরে চাকরির বাজারে দ্রুত উত্থানের রাস্তা দেখবে। WEFর 'ফিউচার জবস রিপোর্ট ২০২৫' সদ্য প্রকাশিত হয়েছে। সেখানেই এই আভাস দেওয়া হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্ব শ্রম বাজারে কোন কোন ক্ষেত্রগুলি দাপট ধরে রাখবে, তার খতিয়ান।
এদিকে, কোন কোন ক্ষেত্র, চাকরির বাজারে শেষের দিকে থাকবে তারও হদিশ দিয়েছে রিপোর্ট। সেখানে বলা হয়েছে, পোস্টাল সার্ভিস ক্লার্ক, ব্যাঙ্ক টেলার, ডেটা এন্ট্রি ক্লার্ক সংক্রান্ত চাকরি নিম্নমুখী হতে পারে বলে। WEF-এর মতে, 'ফিউচার জবস রিপোর্ট ২০২৫' নিয়ে এসেছে ১০০০ টিরও বেশি শীর্ষস্থানীয় বৈশ্বিক নিয়োগকর্তার দৃষ্টিকোণকে একত্রিত করে , যা প্রতিনিধিত্ব করে সম্মিলিতভাবে বিশ্বের ২২টি শিল্প ক্লাস্টার এবং ৫৫টি অর্থনীতিতে সারা বিশ্বের ১৪ মিলিয়নেরও বেশি কর্মীদের। রিপোর্টটি ২০২৫ থেকে ২০৩০ সময়সীমা জুড়ে, কোন ম্যাক্রো ট্রেন্ড চাকরি ও দক্ষতার বাজারকে প্রভাবিত করবে, তার প্রেক্ষিতে কর্মশক্তিকে চালিত করতে নিয়োগকারীদের স্ট্র্যাটেজি কী হতে পারে, তা সম্পর্কেও আলোচনা করেছে।