কেন্দ্রীয় প্রকল্পে গলদ খুঁজে পেল সিএজি। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ডেটাবেসে অনেক 'ভুল' সামনে এসেছে। এর জেরে জানা গিয়েছে, বহু ভুয়ো রেজিস্ট্রেশন হয়েছে এই প্রকল্পে। যাচাইয়ের সঠির কোনও উপায় না থাকার জেরেই এই কারচুপি চলছে বলে মত সিএজি-র।