২০২১ সালের ২ মে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে একাধিক মামলায় মমতার অধীনে থাকা রাজ্য পুলিশের বদলে তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। বিগত প্রায় সাড়ে সাত মাসে রাজ্য পুলিশের থেকে সিবিআইয়ের হাতে গিয়েছে সাতটি মামলা। এর মধ্যে নবতম সংযোজন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ড।