ইলিশের মরশুম শুরু হয়ে গিয়েছে। বহু জায়গায় মৎস্যজীবীদের জালে জড়াচ্ছে রুপোলি শস্য। তবে এরই মাঝে অবশ্য অনেক মৎস্যজীবী টাকা উপার্জনের লোভে পড়ে বেআইনি ভাবে খোকা ইলিশ ধরতে শুরু করেছেন। এই আবহে সম্প্রতি ডায়মন্ড হারবারে পুলিশ উদ্ধার করল একটি ইলিশ ভরতি ট্রলার। তাতে ছিল না কোনও মৎস্যজীবী।