চুরি হল ইমরান খানের ফোন! তারপরই বললেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’ Updated: 17 May 2022, 07:58 PM IST Soumick Majumdar টুইটারে পিটিআই মুখপাত্র ডঃ শাহবাজ গিল বলেন, শনিবার ইমরান খান একটি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। শিয়ালকোট বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর তাঁর ফোন মেলেনি।