RG Kar Doctor Rape and Murder Update: ফরেন্সিক নিয়ে বহু প্রশ্ন, DNA ফল দেখে চূড়ান্ত সিদ্ধান্তে 'না' CBI-এর- রিপোর্ট
Updated: 02 Sep 2024, 08:02 AM ISTগত ১৩ অগস্ট সিএফএসএল কলকাতায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ডিএনএ রিপোর্টের জন্য নমুনা জমা দেওয়া হয়। নমুনার মধ্যে তিলোত্তমার দেহ থেকে উদ্ধার ভ্যাজাইনাল সোয়াব, নখে আটকে থাকা ত্বক এবং চুলের নমুনা, অকুস্থলে পাওয়া চুলের নমুনা জমা দেওয়া হয়। তাছাড়া তিলোত্তমার পোশাক, কম্বল, চাদরও নমুনা হিসেবে জমা পড়ে।
পরবর্তী ফটো গ্যালারি