শিখর ধাওয়ানের নজির টপকালেন, কয়েক ঘণ্টার ব্যবধানে কোহলির হাত থেকে রেকর্ড ছিনিয়ে IPL-এ ইতিহাস রোহিতের Updated: 21 Apr 2025, 06:30 AM IST Tania Roy Rohit Sharma Surpasses Shikhar Dhawan: এদিনের ম্যাচে রোহিত শিখর ধাওয়ানের বড় রেকর্ড ভেঙে দিয়েছেন। আইপিএলে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্স প্রাক্তন অধিনায়ক। পিছনে ফেলেছেন শিখর ধাওয়ানকে।