East Bengal: কুয়াদ্রাতের কৌশল নাকি ক্লেটনের নেতৃত্ব, কোন জাদুতে এসেছে ইস্টবেঙ্গলের সাফল্য Updated: 29 Jan 2024, 03:20 PM IST Sanjib Halder Secret of East Bengal's success: ১২ বছর পরে অবশেষে ইস্টবেঙ্গলের অভিশপ্ত ট্রফিহীন যুগের অবসান হয়েছে। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে লাল হলুদ ব্রিগেড। সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল কোন কোন কারণে এমন ভাবে ঘুরে দাঁড়াল, চলুন দেখে নেওয়া যাক।