দীর্ঘদিন ধরে ম্যাঞ্চেস্টাই ইউনাইটেডের অধিনায়কত্ব সামলাচ্ছেন হ্যারি ম্যাগুয়ার। আগামী মরশুম থেকে আর অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন না এই তা🌄রকা ফুটবলার। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করেছেন, তিনি নিজে সরে যাচ্ছেন না, তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। রবিবারই এই কথা নিজেই জানিয়েছেন তারকা এই ফুটবলার। সেই সঙ্গে তিনি ম্যান ইউ ম্যানেজারের সঙ্গ𒁃ে আর কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে তাও সামনে এনেছেন ম্যাগুয়ার।
টুইটারে আবেগঘন বার্তা পোস্ট করে ম্যাগুয়ার লিখেছেন, 'আমার সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইট☂েডের ম্যানেজার এরিক টেন হাগের দীর্ঘ আলোচনা হয়। তারপর সে আমায় জানিয়ে দেয়, সে অ🐽ধিনায়ক বদল করতে চাইছে। তাঁর এই কথা শুনে আমিও বেশ দুঃখ পাই। আমি যতবার এই জার্সি পরব ততবার আমি আমার সবটা দিতে থাকব। তাই আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের তাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ জানাতে চেয়েছিলাম যখন আমি অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলাম।'
ম্যান ইউতে তিনি যোগ দেন ২০১৯ সালে। ৮০ মিলিয়ন পাউন্ড খরচ করে লেস্টার সিটি থেকে তাঁকে নিয়ে আনা হয় এই ক্লাবে। বর্তমান মূল্য যা ১০৫ মিলিয়ন মার্কিন ডসার। তখন থেকেই খেলছেন তিনি। সম্ভবত ২০২০ সাল থেকে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ম্যাগুয়ার। অবশেষে নতুন মরশুমে আর তাঁকে অধিনায়ক হিসাব🧸ে দেখা যাবে না। স্বাভাবিক ভাব🧜েই হতাশ হয়েছেন তিনি।
টুইটের মাধ্যমে তিনি আরও জানিয়েছেন, 'যেদিন থেকে আমি দায়িত্ব নিয়েছিলাম অর্থাৎ সাড়ে তিন বছর আগে, তখন থেকেই দলের সাফল্যের কথা আমায় ভাবাত। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে অনেক ম্যাচে নেতৃত্ব দিয়েছি। যা হয়ত আমি কোনও দিনও কল্পনা করিনি। এই দলের নেতৃত্ব দেওয়ার সত্যি গর্বের মুহূর্ত। আমি গর্ব করে বলতে পারি, ম্যান ইউ-র মতেꦜা দলকে আমি নেতৃত্ব দিয়েছি। আমি চাইব আগামী দিনেও সতীর্থরা আমার পাশে থাকবে। তবে এটা না বললেই নয়, আমি নেতৃত্বে থাকাকালীন নিজের সেরাটা দিয়েছি দলের জন্য। সবাই আমাকে সাহায্য করেছে। প্রত্যেককেই ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকদের ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। তবে খারাব লাগলেও কিছু করার নেই। একদিন না একদিন 𒁏দায়িত্ব ছাড়তে হত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।