শুভব্রত মুখার্জি: প্রিমিয়র লি𒐪গের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইংল্যান্ডের জাতীয় দলের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারেরকে দলে নেওয়ার বিষয়ে এই দুই ক্লাবের প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রাথমিকভাবে এই চুক্তি স্বাক্ষর করতে রাজিও হয়ে গিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কর্তৃপক্ষ।বুধবারেই ইংল্যান্ডের মিডিয়াতে এমন একটি খবর প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, এই বিষয়ে গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এবার তা বাস্তবে রূপ নিতে চলেছেই বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট।
স্কাই স্পোর্টস এবং বিবিসি আরও একধাপ এগিয়ে এই চুক্তির আর্থিক বিষয়টি নিয়েও এক রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, দুই ক্লাবের মধ্যে ম্যাগুয়ারকে নিয়ে ৩০ মিলিয়ন পাউন্ড বা ৩৮ মিলিয়ন ডলারে এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ম্যাগুয়ারের ব্যক্তিগত যে সব শর্ত থাকবে, তা কোন সমস্যার সৃষ্টি এই চুক্তিতে করবে না বলেই ধরা হচ্ছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব এবং হ্যারি ম্যাগুয়ারের সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ হচ্ছিল। দলের কোচ এরিক টেন হ্যাগ গত মাসেই দলের অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন ম্যাগুয়েরের হাত থেকে। এমন অবস্থায় ম্যাগুয়ারের যে🍬 ক্লাব ছাড়তে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত ছিল।
গত মরশুমে ৩০ বছরের এই ডিফেন্ডার প্রিমিয়র লিগে মাত্র আটটি ম্যাচে প্রথম থেকে খেলেছেন। হয় বেঞ্চে বসে না হয়, চোটের কারণে বেশিরভাগ সময় তাঁকে দলের বাইরে থাকতে হয়েছে। দলের কাছে অতিরিক্ত ফুটবলার হিসেবে যেন তিনি রয়ে গিয়েছিলে🌌ন। পাশাপাশি মাঠে নেমে ম্যাচ টাইম না পেলে ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও তাঁর খেলাটা কঠিন হচ্ছিল। গ্যারেথ সাউথগেটের প্রিয় পাত্রের তালিকায় থাকতে গেলে যে ম্যাচ টাইমটা কতটা জরুরি, তা জানতেন তিনি। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে তৎকালীন সবথেকে দামী ডিফেন্ডারকে দলে নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যান ইউয়ের সঙ্গে ২০২৫ সাল পর্য🌼ন্ত চুক্তি ছিল ম্যাগুয়েরের। শুক্রবার থেকেই শুরু হচ্ছে এবারের প্রিমিয়র লিগের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি এবং বার্নলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।