বায়ো-বাবলে করোনা হানা দিলে সাময়িকভাবে ক্রিকেটারদের লক্ষ্যভ্রষ্ট হওয়া স্বাভাবিক। তার উপর জ্বরে কাবু পৃথ্বী শ ভরতি হাসপাতালে। কোনও ম্যাচে কোচকে ডাগ-আউটে পাওয়া যায়নি, তো কোনও ম্যাচে নির্ভরযোগ্য ক্রিকেটারকে কোয়ারান্টাইনে রেখে মাঠে আসতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। স্বাস্থ্যের বিষয় যখন প্রাধান্য পায়, তখন ক্রিকেটের লড়াই চলে যায় পিছনের সারিতে। চলতি আইপিএলে ঠিক সেরকমꩵই অবস্থা ঋষভ পন্তদের।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ꦰধে কার্যত আত্মসমর্পণ করে হারের অজুহাত হিসেবে ঋষভ পন্ত অনায়াসে ঢাল করতে পারতেন এমন সব মাঠের বাইরের সমস্যাকে। তবে তিনি সেপথে হাঁটতে চাইলেন না। বরং মেনে নিলেন, 🐷মাঠের লড়াইয়ে চেন্নাই তাদের ক্রিকেটের সব বিভাগেই টেক্কা দিয়েছে।
যদিও এমন একতরফ🦋া হারের পরেও হতদ্যম হয়ে পড়ছেন না পন্ত। বরং দিল্লি দলনায়ক পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। প্লে-অফে যেতে হলে এমন পরিস্থিতি থেকে কী করতে হবে, সেদিকেই নজর স্থির রাখছেন পন্তরা।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋষভ পন্ত বলেন, ‘সব বিভাগেই ওরা (চেন্নাই) আমাদের টেক্♔কা দিয়েছে। একমাত্র যে বিষয়টায় আমরা নজর রাখছি, তা হল আগামী তিনটি ম্যাচ। যদি সেগুলি জিতি তবে আমরা যোগ্যতা অর্জন করতে পারি। জ্বর, করোনা প্রভৃতি বিস্তর ঘটন꧂া ঘটে চলেছে। তবে এগুলিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। আমাদের ইতিবাচক ও সচেষ্ট থাকতে হবে। মানসিকভাবে ভালো জায়গায় থাকা ও যথাযথ সিদ্ধান্ত নেওয়া দরকার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।