প্রথমবার কম্পাউন্ড আর্চারদের গলায় উঠতে চলেছে অলিম্পিক পদক। অপেক্ষা আর কয়েক বছরের। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দেয় যে, ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস গেমসে অন্তর্ভুক্ত করা হচ্ছে কম্পাউন্ড আর্চ💖ারির মিক্সড টিম ইভেন্টকে। সন্দেহ নেই কম্পাউন্ড আর্চারির ক্ষেত্রে একটি সব থেকে বড় মাইলস্টোন হতে চলেছে।
অলিম্পিক গেমসে তিরন্দাজি দীর্ঘদিন ধরেই মেডেল ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। তবে 🐻এতদিন অলিম্পিক্সে খেলা হতো শুধুমাত্র রিকার্ভ আর্চারি। রিকার্ভে ছেলে ও মেয়েদের ব্যক্তিগত বিভাগ, ছেলে ও মেয়েদের দলগত বিভাগ ও মিক্সড টিম, এই পাঁচটি ইভেন্ট খেলা হতো। এবার কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্ট যোগ হয় সেই তালিকায়। অর্থাৎ, লস অ্যাঞ্জেলেসে আর্চারির মোট ৬টি ইভেন্ট দেখা যাবে।
ভারতের পদক সম্ভাবনা কেন বাড়ল?
উল্লেখযোগ্য বিষয় হল, অলিম্পিক্সে কম্পাউন্ড আর্চারি যোগ হওয়ায় ভারতের পদক সম্ভাবনা বাড়ল। কেননা তিরন্দাজির এই বিভাগে ভারতের সাম্প্রতিক সাফল্য নজরকাড়া। ২০২৩ সালে ভারতের অদিতি স্বামী ও ওজাস দেওতালে কম্পাউন্ড তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হন। সেই সঙ্গে ভারত মেয়েদের দলগত বিভাগেও সোনা জেতে বিশ্বচ্যাম্পিয়শিপে। দলগত বিভাগে অদিতির সঙ্গে জুটি বাঁধেন পরনীত কৌর ও জ্যোতি সুরেখা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ২০২২ সালের এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারির পাঁচটি বিভাগেই চ্যাম্পিয়ন হ🤪য় ভারত।
২০২২ এশিয়ান গেমসের কম্পাউন্ড তিরন্দাজিতে ভারতের হয়ে পদক জেতেন কারা
১. ছেলেদের ব্যক্ত🎐িগত বিভাগে সোনা জেতেন ওজাস দেওতালে।
২. মেয়েদের ব্যক্তিগত বিভাগে গোল্ড জেতেন জ্যো𝄹তি💙 সুরেখা।
৩. ছেলেদের দলগত বিভাগে ওজাসের সঙ্গে জুটি বেঁধে দেশকে সোনা এনে দেন প্রথমেশ ও অভিষেক বর💦্মা।
৪. মেয়ে💃দের দলগত বিভাগে সোনা জিততে জ্যোতির সঙ্গে জুটি বাঁধেন অদিতি ও পরনীত।
৫. মিক্সড টিম ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব ♍করে সোনা জেতেন ওজাস ও জ্যোতি।
উল্লেখ্য, ২০২৮ অলিম্পিক্সে দেখা যাবে টি-২০ ক্রিকেট। সঙ্গত কারণেই ক্রিকেট থেকে অলিম্পিক পদক জয়ের༺ বিষয়ে আশাবাদী🃏 ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের যা দাপট, তাতে গোল্ড মেডেল জয়ের বিষয়ে এখন থেকেই ফেভারিট টিম ইন্ডিয়া। বিরাট কোহলির মতো সুপারস্টার এত আগে থেকেই অলিম্পিক্সে মাঠে নামার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। এবার কম্পাউন্ড তিরন্দাজি অলিম্পিক্সের মেডেল ইভেন্ট হিসেবে বিবেচিত হওয়ায় ভারতের ক্রীড়ামহলে উচ্ছ্বাসের আবহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।